বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় সবুজের পরিমাণ ১০ শতাংশে দাঁড়িয়েছে

এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। ছবি : কালবেলা
এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। ছবি : কালবেলা

নগরে সবুজ বনায়নের পরিমাণ ৩০ থেকে ৩৪ শতাংশ থাকার কথা বলা হলেও ঢাকা শহরে সবুজের পরিমাণ কমতে কমতে এখন ১০ শতাংশে দাঁড়িয়েছে। এর ফলে শিশু-কিশোরদের ওপর ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যগত প্রভাব পড়ছে, তারা সহিংস হয়ে উঠছে। নগরের সব পরিবেশগত বিপর্যয় রোধ করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। পাশাপাশি প্রকৃতির আইন মেনে চলতে হবে।

পরিবেশদূষণ এবং জলবায়ু বিপর্যয়ের ক্ষতিকর প্রভাবের কারণে সৃষ্ট স্বাস্থ্যগত সংকটসহ বিভিন্ন সংকট মোকাবিলায় নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এক মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন।

সোমবার (১০ জুন) বিকাল ৪টায় বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে নিজ কার‌্যালয় মিলনায়তনে ‘বিপন্ন পরিবেশ বিবর্ণ ঢাকা: উত্তরণ ভাবনা’-বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম।

কেন্দ্রীয় কমিটির পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. নবনীতা ইসলাম। আলোচনায় অংশ নেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক শায়ের গফুর, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান এবং নিউ এইজ পত্রিকার সাংবাদিক রাশেদ আহমেদ। সঞ্চালনা করেন সংগঠনের পরিবেশবিষয়ক সম্পাদক পারভীন ইসলাম।

লিখিত বক্তব্যে ড. নবনীতা ইসলাম বলেন, প্রতিবেশ ও পরিবেশগত বড় বৈশ্বিক চ্যালেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন। পরিবেশ রক্ষা ও সংরক্ষণে নারীর ঐতিহাসিক ভূমিকা থাকলেও পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতের প্রত্যক্ষ ও পরোক্ষ শিকার হচ্ছেন নারী ও কন্যাশিশুরা। ঢাকায় অপরিকল্পিত নগরায়ণ, জলভূমি ও উন্মুক্ত স্থানের হ্রাস এবং শহরমুখী জনস্রোতের কারণে পরিবেশগত দূষণ (বায়ু, পানি এবং মাটি), শব্দদূষণ ও অস্বাভাবিক মাত্রায় উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় নারী ও শিশুরা বিভিন্ন স্বাস্থ্যগত ঝুঁকির সম্মুখীন হচ্ছে। কম ওজনের শিশুর জন্ম হচ্ছে, অকাল প্রসব ও নবজাতকের মৃত্যুর হার বাড়ছে।

তিনি বলেন, পরিস্থিতি উত্তরণে জলবায়ু কর্মপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়নকারী সংস্থার মধ্যে সমন্বয় সাধন, জলবায়ু কর্মপরিকল্পনার মধ্যে বিভিন্ন কর্মকৌশল গ্রহণে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা, বায়ুদূষণকারী পরিবহন সরিয়ে নেওয়া, নির্বিচারে গাছ কেটে ফেলা বন্ধ করা এবং ইটভাটা ও কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মহিলা পরিষদের পরিবেশ উপপরিষদ সদস্য সেলিনা হোসেন, সাংবাদিক মাহবুব হোসেন, মানবাধিকারকর্মী আশিকুর রহমান, ঢাকা মহানগর কমিটির মুরাদপুর শাখার সাধারণ সম্পাদক হেনা চৌধুরী এবং ঢাকা ওয়াইডব্লিউসিএ এর যুব সদস্য এলিন বৈরাগী তোড়া।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, পরিবেশ সংরক্ষণে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন নারীরা। পরিবেশের সাথে নারীর সম্পর্ক অত্যন্ত গভীর। ভৌগোলিক অবস্থানের কারণে একেক স্থানের আবহাওয়ায় ভিন্নতা রয়েছে। ঢাকার পরিবেশ অত্যন্ত নাজুক অবস্থায় আছে যা নারী ও শিশুর স্বাস্থ্যের উপর বিরুপ প্রভাব তৈরি করছে। এই পরিস্থিতিতে ঢাকার পরিবেশগত বিপর্যয় মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন আজ সময়ের দাবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

‘বিষাক্ত মদ’ পানে সংরক্ষিত ইউপি সদস্যের স্বামীর মৃত্যু

১০

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

১১

ঢাকা উত্তর সিটিতে জন্মনিবন্ধন ছাড়াই টাইফয়েড টিকা মিলবে

১২

শহীদ জিয়ার মাজার জিয়ারতে খালেদা জিয়া

১৩

জাতীয় পর্যায়ে রানার্স আপ নারী ফুটবল দলকে গণসংবর্ধনা

১৪

দুই বছর আগের মামলায় নতুন করে ‘আসামি’ সাংবাদিক

১৫

বদলির আদেশের ৩ সপ্তাহ পরও অফিস করছেন রাসিক সচিব

১৬

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

১৭

চার দিন ধরে নিখোঁজ বিকাশ কর্মী ওমর ফারুক

১৮

ওসির বিরুদ্ধে দুর্বল ধারার অভিযোগ, আ.লীগ নেতার ৩ সন্তানের জামিন

১৯

বরিশালে মা ইলিশ রক্ষায় নৌবাহিনী, চার দিনে ১০৪ জেলের কারাদণ্ড

২০
X