এ এইচ এম ফারুক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা অনাকাঙ্ক্ষিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের সহজলভ্যতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তৃত প্রভাবের কারণে, ভুল তথ্য ও বিভ্রান্তিকর সংবাদ মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষত রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কার্যক্রমকে কেন্দ্র করে গুজব ও মিথ্যাচার সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

সম্প্রতি কিছু মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মে আমাদের দেশীয় গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার এবং বিভ্রান্তিকর মন্তব্য লক্ষ করা গেছে। এটি নিছক কুৎসিত কল্পনা নয়; এটি জাতীয় নিরাপত্তার ওপর একটি সরাসরি হুমকি।

গোয়েন্দা সংস্থা যেকোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এর মূল দায়িত্ব হলো দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত হুমকি শনাক্ত করা, সন্ত্রাস, অপরাধ ও জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা এবং নীতিনির্ধারকদের সঠিক তথ্য ও প্রেক্ষাপট সরবরাহ করা। এ সংস্থার কার্যক্রম সাধারণ জনগণের দৃষ্টি থেকে প্রায়ই দূরে থাকে, কিন্তু এর গুরুত্ব কখনো কমে না। সঠিক তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা যে পরামর্শ দেয়, তা দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

তবে কিছু রাজনৈতিক বা স্বার্থান্বেষী গোষ্ঠী এই সংস্থার বিরুদ্ধে মিথ্যা এবং অপ্রমাণিত তথ্য ছড়িয়ে দেয়। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বা ফটো ম্যানিপুলেশন, কখনো বা কথিত “অন্তরঙ্গ সূত্র” দাবি করে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়। এর ফলে সাধারণ মানুষ এই সংস্থার কার্যক্রম নিয়ে বিভ্রান্ত হয় এবং জনগণের মধ্যে অবিশ্বাস তৈরি হয়। এটি শুধু গোয়েন্দা সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করে না, বরং জাতির নিরাপত্তা কাঠামোকে দুর্বল করার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে।

গোয়েন্দা সংস্থার কার্যক্রম সংবেদনশীল। সঠিক তথ্য ছাড়া বা সম্পূর্ণ প্রমাণ ছাড়াই প্রকাশিত যেকোনো সংবাদ রাষ্ট্রের স্বার্থ বিপন্ন করতে পারে।

উদাহরণস্বরূপ, একটি গুজব মাত্র আন্তর্জাতিক দিক থেকে দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে, বিদেশি বিনিয়োগকারী, কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক সম্প্রসারণের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ছাড়া সমাজের কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী এই ধরনের বিভ্রান্তি ব্যবহার করে দাঙ্গা-হাঙ্গামা বা অশান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে।

সাধারণ জনগণ ও মিডিয়ার ভূমিকা এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ এবং তথ্যের গ্রহণ ও বিতরণে সর্বদা সতর্কতা অবলম্বন করা দরকার। বিশেষ করে গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে, শুধু প্রামাণ্য সূত্র ও সরকারি তথ্যকে বিশ্বাসযোগ্য হিসেবে গ্রহণ করতে হবে। অনলাইনে যেকোনো গুজবকে যাচাই না করে প্রচার করা, মূলত দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা।

একটি শক্তিশালী এবং সুনিশ্চিত গোয়েন্দা সংস্থা দেশের স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তার জন্য অপরিহার্য। তাই, জনমনে এই সংস্থার কার্যকারিতা নিয়ে অবান্তর সমালোচনা বা ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে দেওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের দায়িত্ব হলো এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, মিথ্যা তথ্যের উৎস শনাক্ত করা এবং জনগণকে সচেতন করা। পাশাপাশি, সংবাদমাধ্যমকেও সতর্কভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; খবরের সত্যতা যাচাই ছাড়া প্রকাশ করা কখনো সমাজের কল্যাণে সহায়ক নয়।

আমাদের সমাজে তথ্যপ্রযুক্তির প্রসার অব্যাহত থাকবে, এবং এর সঙ্গে সঙ্গে ভুল তথ্যও দ্রুত ছড়িয়ে পড়বে। তবে সেই সঙ্গে দরকার সচেতনতা, দায়িত্ববোধ এবং সমন্বিত প্রচেষ্টা। জনগণকে শিক্ষিত ও সচেতন করা, মিথ্যা তথ্য শনাক্ত করা, এবং প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রচার নিশ্চিত করা, এ ধরনের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অপরিহার্য।

সর্বোপরি, গোয়েন্দা সংস্থাকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা শুধু অনাকাঙ্ক্ষিত নয়, বরং তা জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। আমরা সবাইকে আহ্বান জানাই, তথ্য যাচাই ছাড়া কোনো প্রকার গুজব বিশ্বাস করবেন না, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াবেন না এবং রাষ্ট্রীয় নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ে দায়িত্বশীল হবেন। দেশের স্বার্থে, আমাদের নিরাপত্তা সংস্থা এবং তাদের কার্যক্রমের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের নাগরিক দায়িত্ব।

গোয়েন্দা সংস্থা ও তাদের কার্যক্রমকে সঠিক দৃষ্টিতে দেখা, জনমনে স্থিতিশীলতা বজায় রাখা, এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সচেতন থাকা—এই তিনটি বিষয়ই আমাদের সমাজকে নিরাপদ, স্থিতিশীল এবং প্রগতিশীল রাখার জন্য অপরিহার্য।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কৃত ৮ নেতাকে আবার ফেরাল বিএনপি

ফসলি জমি কেটে খাল খনন

ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখার জন্য যেসব খাবার খাবেন

বিএনপির এক নেতা বহিষ্কার

শান্ত-ওয়াসিমের ব্যাটে রাজশাহীর কাছে পাত্তাই পেল না রংপুর

পরিবারসহ ইরানি পররাষ্ট্রমন্ত্রীর পালানোর গুঞ্জন, বিক্ষোভে নতুন মাত্রা

সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না : প্রেস সচিব

বিক্ষোভে উত্তাল ইরান, ইসরায়েলে হাই অ্যালার্ট জারি

ভালুকা প্রেস ক্লাবের নতুন সভাপতি মাইন, সম্পাদক আলমগীর

মানসিক অবস্থা ভালো নেই, বেশকিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

১০

বিটিসিএলের দ্রুতগতির ইন্টারনেটে কোন প্যাকেজে কত গতি?

১১

ইরানের সরকারবিরোধী বিক্ষোভ জ্বলছে অনলাইনেও, ইসরায়েলের বিরুদ্ধে বড় অভিযোগ

১২

পদবি নিয়ে আলোচনায় আলিয়া

১৩

টেকনাফে শিশু গুলিবিদ্ধ, সশস্ত্র গ্রুপের ৫০ সদস্য আটক

১৪

বাণিজ্য মেলা থেকে ৩ শিশু উদ্ধার

১৫

প্রধান উপদেষ্টার সাথে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

১৬

ইরানের বিক্ষোভ নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

১৭

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা

১৮

একের পর এক ইরানগামী ফ্লাইট বাতিল করছে এয়ারলাইন্সগুলো

১৯

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

২০
X