শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০
কালবেলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘গরিবের হক রক্ষায় ত্রাণের দায়িত্ব দেওয়া উচিত সেনাবাহিনীকে’

গ্রাফিক্স : কালবেলা

দৈনিক কালবেলায় ২০ সেপ্টেম্বর (বুধবার) ‘মৌলভীবাজারে রিলিফের ৮০৬ টন চাল গায়েব’ শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে কালবেলার ফেসবুক পেজে (Kalbela Online) পাঠকের মতামত থেকে বাছাইকৃত ২০টি মতামত প্রকাশ করা হলো।

সহায়তা বিতরণে অনিয়ম ঠেকাতে সেনাবাহিনীকে ‘দায়িত্ব দেওয়ার’ কথা বলছেন এসডি সজীব খান নামের এক পাঠক। তিনি লিখেছেন, ‘শুধু মৌলভীবাজারে নয়, দেশের প্রায় সব জায়গাতেই এভাবেই সাধারণ জনগণের হক মেরে দিচ্ছে সমাজের কিছু অসাধু লোকজন। এসব ব্যাপারে কথা বলেও টিকে থাকা যায় না। তাদের হিংস্র থাবায় প্রতিবাদী ব্যক্তি ঘায়েল হয়ে যান। সরকারে উচিত ত্রাণ বিতরণ সেনাবাহিনীকে দেওয়া। তাহলে কোনো দুর্নীতি হবে না।’

উচ্চশিক্ষিত হয়েও সরকারি কর্মকর্তাদের দুর্নীতিতে জড়ানোয় প্রশ্ন তুলে পাঠক এম আর রোজ লেখেন, ‘এ রকম পরিস্থিতি প্রতিদিন ঘটছে। প্রতিটি খাতে এ রকম দুর্নীতি কেন? এখানের দায়িত্বপ্রাপ্ত সবাই তো শিক্ষিত, বিসিএস ক্যাডার। এগুলোর দায়িত্ব তো আর সাধারণ জনগণকে দেওয়া হয়নি। তারা জনগণের নাম করে সব কিছু গ্রাস করছে, এর দায়ভার কে নেবে, জাতি জানতে চায়। আমরা সংবাদ প্রকাশ হলে ঘটনা জানতে পারি। এরপর ভেতরে কী হয় তা জানতে পারি না। সব সময় প্রশাসন বলে, ‘আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’ আমি মনে করি, এসব চুরির বিচার প্রকাশ্যে হওয়া উচিত। যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে। এটাই সবচেয়ে ভালো হবে মনে হয়।’

মো. মাহবুবুর রহমান লেখেন, ‘সারা দেশে এমন পুকুর চুরি হচ্ছে। এর জন্য দায়ী জবাবদিহির অভাব, আইনের সুষ্ঠু প্রয়োগ এবং ক্ষমতার অপব্যবহার।’

শাজাদুল ইসলাম লেখেন, ‘এ জন্য সরকারি ব্যবস্থাপনা দায়ী। কারণ, আইনের যথাযথ প্রয়োগ নেই। নেই কোনো জবাবদিহি। সরকারি সম্পদ কর্মকর্তারা নিজের মনে করে খেয়ে ফেলেন।’

আকাশ আলম : করোনাকালে চাল চোর, গম চোরদের শাস্তি হলে আজকে এরা আবার এ চুরির সাহস পেত না।

আবুল বাশার সিরাজি : চাল কী তাহলে জিন নিয়ে গেল! যারা এগুলো গায়েব করছে খুঁজে বের করে কঠিন শাস্তি দিতে হবে।

হুমায়ুন কবির রুস্তম : খেকশিয়ালের হাতে মুরগি গেলে এমন হওয়াটাই স্বাভাবিক। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ক্ষমতাবানরা যেভাবে দুর্নীতিতে যুক্ত হচ্ছেন, তাতে এমন ঘটনা অস্বাভাবিক কিছু নয়। সরকারের উচিত দুর্নীতিতে সক্রিয়দের চিহ্নিত করে শাস্তির দৃষ্টান্ত স্থাপন করা। যেন গরিবের হক মারতে তাদের বুক কেঁপে উঠে।

রুপন মৃধা : অভাবে পড়েছিল, এ জন্য না বলে নিয়েছে। কোনো কিছুই গায়েব হয়নি। সহজ জিনিস আপনারা এত কঠিন করেন কেন!

এইচএমডি এম রহমান : এক মৌলভীবাজার দেখিয়ে দিল সারা দেশের চিত্র। কোথাও কেউ ভালো নেই। চালের গুদামের সংশ্লিষ্ট সবাইকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা দরকার।

সায়েম : এটা সেই এলাকার সাধারণ জনগণের দোষ। তারা সঠিক ইউপি সদস্য নির্বাচন করতে পারেনি। টাকার লোভে ভোট দিয়ে পাস করাইছে। এভাবে গরিবের হক মেরে খেলে দেশের খাদ্য সংকট দেখা দেবে। অর্থনৈতিক অবস্থা নিম্নগতি হবে।

এইচএম মাহমুদুল হাসান রিপন : কতটা নিচু জাতের চোর হলে, ক্ষুধার্থ মানুষের পেটে লাথি মারে। এখন কেউ বলবে না, দেশে রুচির দুর্ভিক্ষ চলছে। এদের রুচি যে কতটা উচ্চমানের, সেটা আল্লাহ ভালো জানেন। যা পায়, তাই খায়।

একরাম হোসেন : রিলিফের চাল যারা আত্মসাৎ করেছে তাদের অপরাধ দুটি। চাল এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাপ্য আত্মসাৎ। যারা এ চাল আত্মসাৎ করেছে, তাদের সরকার বেতন দিয়ে রেখেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যাদের প্রাপ্য ছিল তাদের না জানিয়েই ওই কর্মকর্তারা চাল আত্মসাৎ করেছেন। যারা দেশ ও দশের ক্ষতি করবে তাদের বিচারের আওতায় নিয়ে আসা প্রয়োজন। এখন যদি তাদের বিচারের আওতায় নিয়ে আসা না হয় ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি মারাত্মক আকার ধারণ করবে। একজনের বিচার সঠিকভাবে করা হলে সবাই সাবধান হয়ে যাবে।

মো মিনহাজ পিকে : সরকার ঠিকই সহায়তা দিচ্ছে। কিন্তু তা গরিব-অসহায় মানুষের কাছে পৌঁছাচ্ছে না। কারণ, অপকর্মের অভিযোগ উঠলে অনেকে অনেক কথা বলে। কিন্তু শেষমেশ কিচ্ছু হয় না।

সোহেল : এ আর নতুন কি? খোঁজ নিলে দেখা যাবে অধিকাংশ ইউপি সদস্যরা চলেই এসব করে। কারণ, টাকা খরচ করে জনপ্রতিনিধি হয়েছে। সে খরচের টাকা তুলতে হবে না! ওপর মহল থেকে তদারক করলে এদের দমন করা সম্ভব হবে বলে মনে করি।

গোলাম আজম : শুধু মোলবীবাজার নয়। সারা দেশে চাল চোরসহ বিভিন্ন ধরনের চোর-বাটপার-দুর্নীতিবাজ রয়েছে। ওদের হাত অনেক লম্বা। তাই কিছু হবে না।

সাদ্দাম হোসাইন : বিভিন্ন দোকানে এসব চাল বিক্রি করা হয়। এগুলো দেখার কেউ নেই।

রবিউল ইসলাম : এটাতো শুধু একটি জেলার একটি দুর্নীতির চিত্র। সারা দেশের বাস্তব চিত্র এমনি। প্রতিটি স্তরে দুর্নীতি-লুটপাট-অনিয়মে ভরপুর। কোথাও তেমন স্বচ্ছতা ও জবাবদিহি আছে? সরকারি প্রতিটি সেক্টরের কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশ অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত। এদের সঙ্গে যোগসাজশে রয়েছে সরকার দলের কিছু নেতাকর্মী। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ও সাধারণ জনগণ। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সঠিক তদন্ত করে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।

রকিবুল ইসলাম রকি : সব জায়গায় কম-বেশ অনেক কিছুই গায়েব হয়। এগুলো দেখার যেন কেউ নেই।

সায়েম : চালের দাম বেড়েছে তো! কিনে খেতে পারে কি না! তাই স্টকে রেখেছে।

শেখ আব্দুল হান্নান : রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ ইসলামে একেবারেই নিষিদ্ধ। শুধু মৌলভীবাজারেই এমনটি পরিলক্ষিত হচ্ছে না, বরং সমগ্র বাংলাদেশে এমন অসাধু লোক রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মনিটরিং প্রয়োজন।

গ্রন্থনা : আব্দুল্লাহ আল মাছুম

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লা মহাসড়কে গাড়ি চালাচ্ছেন কিশোররা, ঝুঁকিতে যাত্রীরা 

জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে : হিরো আলম

নিম্নচাপ নিয়ে ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি আবহাওয়া অধিদপ্তরের

ওপিসিডব্লিউ’র ‘দ্য হেগ অ্যাওয়ার্ড’ পেলেন বুয়েটের অধ্যাপক সুলতানা রাজিয়া

বিশ্ব ইতিহাসে পার্বত্য শান্তি চুক্তি একটি বিরল ঘটনা : প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতের সিরিজ জয়

ইউরোপ-আমেরিকার দিকে চেয়ে থাকলে পরিবর্তন হবে না : ভিপি নুর

নির্বাচন নিয়ে মানুষের কোনো উচ্ছ্বাস-আগ্রহ নেই : মঈন খান

১০

গণঅধিকার পরিষদের একাংশের ওপর নুরের অনুসারীদের হামলার অভিযোগ

১১

এএলআরডি-কালবেলা গোলটেবিল বৈঠক / সমবায় আইনে রাষ্ট্রীয় হস্তক্ষেপ রয়ে গেছে

১২

রাবির সাবেক ছাত্রসহ দুজন হিযবুত তাহরীর ‘সন্দেহে’ গ্রেপ্তার

১৩

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা বর্তমান এমপির

১৪

কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ১২

১৫

একজন অনুকরণীয় ও প্রকৃতি প্রেমিক রাজনীতিবিদ

১৬

কাসাভার ১৩ পদের খাবার তৈরি করলেন বাকৃবির গবেষক

১৭

এবার মালিতে বিধ্বস্ত আর্জেন্টিনা

১৮

তাপমাত্রা কমতে শুরু করেছে শ্রীমঙ্গলে

১৯

আগমন

২০
X