ওবায়দুর রহমান (রবিন রাফান)
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ‘এআই’ একটি আশীর্বাদ

ওবায়দুর রহমান (রবিন রাফান)। ছবি : সংগৃহীত
ওবায়দুর রহমান (রবিন রাফান)। ছবি : সংগৃহীত

সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন পেশায় ঝুঁকছেন হাজারো মানুষ। ক্রিয়েটরস ইকোনমি স্ট্যাটিস্টিকের রিপোর্ট থেকে জানা যায়, বিশ্বে বর্তমানে ২০৭ মিলিয়নেরও বেশি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন। যার মধ্যে ২০০ মিলিয়ন পরিপূর্ণভাবে অ্যাকটিভ ক্রিয়েটর। আর এই কনটেন্ট ক্রিয়েশন প্রফেশনে বাংলাদেশ থেকেও আছেন লাখ লাখ মানুষ। দিনদিন বাংলাদেশে ওই কনটেন্ট ক্রিয়েশনের গুরুত্ব এবং এই কনটেন্ট ক্রিয়েশন প্রফেশনের চাহিদা বেড়েই চলেছে। বর্তমান যুগে এ আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) মানুষের জীবন এবং কাজের অনেক ক্ষেত্রেই বিপ্লব সৃষ্টি করেছে। এক সময় ছিল যখন প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছিল, কিন্তু এখন সেই প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি কেবল কাজের গতির উন্নতি করছে না, বরং অনেক ক্ষেত্রেই তা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। বিশেষত কনটেন্ট ক্রিয়েটরদের জন্য, এ আই এক একটি আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছে।

বর্তমানে কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরির জন্য বহু টুল ব্যবহার করে থাকেন। তবে এক সময়, ক্যাপশন তৈরি, এডিটিং, এনহ্যান্সমেন্ট, নয়েজ ক্যান্সেলেশন, অপটিক্যাল ফলো, এবং ফ্লিকার রিমুভ এর মতো কাজগুলো একটি বড় চ্যালেঞ্জ ছিল। কনটেন্ট ক্রিয়েটরদের প্রতিনিয়ত এই কাজগুলো করতে হত এবং এর জন্য বহু সময় এবং প্রচেষ্টা ব্যয় করতে হত।আর এই কাজ গুলো করতে একের অধিক কর্মীর ওপরও কিন্তু ভরসা করতে হতো । এতে করে সময়ের যেমন অপচয় হচ্ছে ঠিক তেমনি অর্থের অপচয় হচ্ছিল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বেশি।

কিন্তু বর্তমানে এআই-এর সাহায্যে এই সমস্ত কাজগুলি খুব সহজেই করা যাচ্ছে। বিশেষ করে ‘এ আই’ বেসড ভিডিও এডিটিং টুলস কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি দারুণ সমাধান হয়ে দাঁড়িয়েছে। এক সময় কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও তৈরি করতে সময় নষ্ট করতেন, তবে এখন এআই সেই সময়ের প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছে। ভিডিওটির কোয়ালিটি উন্নত করতে এ আই মুহূর্তের মধ্যে এইচডি কোয়ালিটি প্রদান করতে সক্ষম, যা পূর্বে সম্ভব ছিল না।এডিটিং অ্যাপগুলোতে বর্তমানে এমন সব ফিল্টার ব্যবহার করতে দেওয়া হচ্ছে এবং এমন সব টেমপ্লেট ইফেক্ট ব্যবহার করা যাচ্ছে যা কিনা কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও কে অন্য মাত্রা দিয়ে দিচ্ছে। এছাড়াও ভিডিও এর অপটিক্যাল ফ্লো, ভিডিও এর ফ্লিকার্স রিমুভ করতেও এই সকল এআই বেস্ট এডিটিং টুলগুলো সময় নিচ্ছে কয়েক সেকেন্ড।

যতই প্রযুক্তি উন্নত হচ্ছে, ততই ভিডিও কোয়ালিটির উন্নতিতে এ আই তার ভূমিকা রাখছে অনেক বেশি। এক সময়, ভিডিও নির্মাণের ক্ষেত্রে, কনটেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওগুলির কোয়ালিটি নিয়ে চিন্তিত থাকতেন। এখন, এ আই এমনভাবে ভিডিওগুলোকে প্রসেস করে যে, তা অত্যন্ত উচ্চমানের হয়ে ওঠে। এর ফলে, কনটেন্ট ক্রিয়েটরদের কষ্ট এবং সময় বাঁচে, এবং তারা আরও উন্নত কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারেন।

‘এআই’ বর্তমানে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি অত্যন্ত শক্তিশালী হাতিয়ার। এটি কেবল তাদের কাজের গতি বাড়ায় না, বরং তাদের মনোযোগ এবং সময়ের সঠিক ব্যবহারেও সহায়ক। এখন, কনটেন্ট ক্রিয়েটররা সহজেই তাদের ভিডিওগুলোতে উন্নত এনহ্যান্সমেন্ট, ক্লিয়ার সাউন্ড, এবং প্রয়োজনীয় মোশন টুল অ্যাপ্লাই করতে পারেন, যেগুলি আগে অনেক সময়ের ব্যাপার ছিল। এইভাবে, কনটেন্ট ক্রিয়েটররা আরও মনোযোগী হয়ে উঠছেন, এবং তাদের কনটেন্টের মানও দ্রুত উন্নতি করছে।

যেহেতু কনটেন্ট ক্রিয়েশন আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এ আই অপরিহার্য হয়ে উঠছে। প্রযুক্তির সঠিক ব্যবহার তাদেরকে দ্রুত ও কার্যকরীভাবে কাজ করতে সহায়তা করছে, যাতে তারা তাদের দর্শকদের জন্য আরও আকর্ষণীয় এবং মানসম্মত কনটেন্ট তৈরি করতে পারেন। তাই, যদি আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর হন, তবে এ আই এর সাহায্য নিয়ে আপনার কনটেন্টের মান এবং ক্রিয়েটিভিটি বাড়িয়ে তুলতে ভুলবেন না।

এ আই আজকের দিনে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রয়োজনীয় টুল হয়ে উঠেছে। যেখানে ‘এআই’ এর জন্য চাকরি হারানো শঙ্কায় আছে লাখ লাখ মানুষ ঠিক তখনই এআই হয়ে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের নতুন উচ্চতায় নেয়ার একটি অন্যতম মাধম। যদি ভালোভাবে কনটেন্ট ক্রিয়েটররা ‘এ আই ‘ ব্যবহার করতে পারে সে ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কন্টেন্ট গুলো অনেক বেশি উন্নত মানের হবে যা কেউ কখনো কল্পনাও করতে পারে না। ভিডিও এডিটিং থেকে শুরু করে শব্দের পরিস্কারতা, কোয়ালিটির উন্নতি, এবং অন্যান্য অনেক কাজের ক্ষেত্রে এটি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সময় বাঁচানোর পাশাপাশি তাদের কাজের গুণমানও বাড়িয়ে তুলছে। এক কথায়, কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এ আই একটি নতুন যুগের সূচনা করেছে।

লেখক : ওবায়দুর রহমান (রবিন রাফান), কন্টেন্ট ক্রিয়েটর।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে গাঁজাসহ দর্শনার্থীকে আটক, ৩ মাসের কারাদণ্ড

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ নিয়ে এনসিপির বিবৃতি

পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের প্রযুক্তি পাচ্ছে ভারত

এমপি হতে আসিনি, শুধু দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাব / ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত

নতুন ক্যারিয়ার পোর্টাল ‘নেক্সটজবজ্’-এর যাত্রা শুরু

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

গাজীপুর মহানগর পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

নিজ আসনে নুরের গণসংযোগ

বিচারকের ছেলে হত্যা : আসামি লিমন ফের ৫ দিনের রিমান্ডে

১০

বিএসটিআই-এর সেবা মিলবে এখন অনলাইনে

১১

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

১২

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

১৩

যশোরে এবার রস-গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

১৪

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, কীভাবে করা যাবে জানাল মাউশি

১৫

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

১৬

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

১৭

খুলনায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১৮

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

১৯

চেক প্রজাতন্ত্র / দুই ট্রেনের সংঘর্ষে আহত প্রায় অর্ধশত

২০
X