মোহাম্মদ জাহিদুল ইসলাম
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি কলেজ: অনাদর অবহেলা যার নিয়তি

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

গতকাল একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পছন্দের প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।একটু কান পাতলেই শুনবেন সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য সবার কী আকুতি। রাজধানী এবং বিভাগীয় শহরের কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিলে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রথম পছন্দ এবং আস্থার জায়গা সরকারি কলেজ সমূহ।৯০% শিক্ষার্থীদের প্রথম পছন্দ সরকারি কলেজ।

দেশে উচ্চ শিক্ষার দুটো ধারা চলমান। পাব্লিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজে প্রচলিত উচ্চ শিক্ষা।এ দুটো ধারাকে চাইলে আপনি বিভিন্ন ধারা উপধারায় বিভক্ত করতে পারেন।আপত্তি নাই। পাব্লিক বিশ্ববিদ্যালয়,মেডিকেল এবং প্রযুক্তি মিলিয়ে সর্বসাকুল্যে ১০/১৫% শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করে। অবশিষ্ট ৮০% এর উচ্চ শিক্ষা গ্রহণের বিকল্পহীন শেষ অবলম্বন হলো সরকারি কলেজ।বিশাল একটা জনগোষ্ঠীর জীবন ও জীবিকার পথ দেখাচ্ছে সরকার কলেজ গুলো। এখন আপনি মান নিয়ে প্রশ্ন করতে পারেন।প্রশ্ন করেন কোনো সমস্যা নাই।কিন্তু মানসম্পন্ন শিক্ষার বাধা সমূহ তলিয়ে দেখার অনুরোধ করছি।

গত দশ বছরে সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী বেড়েছে দ্বিগুণ।ধরা যাক মানবিক বিভাগে কোনো একটা সরকারি কলেজে ২০০ শিক্ষার্থী ভর্তি করা হতো। সে সংখ্যাটা বেড়ে বর্তমানে ৪০০ তে উপনীত হয়েছে।কোনো কোনো প্রতিষ্ঠানে ৩ গুণ। অনার্সে শিক্ষার্থী বেড়েছে দ্বিগুণের বেশি। ডিগ্রিতে কত গুণ বেড়েছে সেটা আমার মতো নিতান্ত অসহায় আদার ব্যাপারী বলতে অক্ষম।

শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সরকারের অবকাঠামো উন্নয়ন অনস্বীকার্য। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন চোখ ধাঁধানো। কিন্তু শিক্ষা বিতরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর শিক্ষক। সেই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর(শিক্ষক) শিক্ষার্থী অনুপাতে শিক্ষক সংখ্যা বৃদ্ধি অনুল্লেখযোগ্য। সরকারি কলেজ গুলোর ক্ষেত্রে সেটা শূন্যের কাছাকাছি। গত ১০ বছরে সরকারি কলেজে কোনো নতুন পদ সৃষ্টি হয়নি। হলেও তা উল্লেখ করার মতো না।জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি স্লোগান হলো, দুটি সন্তানের বেশি নয়,একটি হলে ভালো হয়।কিন্তু যে প্রতিষ্ঠান জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর করবে, তাদের কাঁধে চাপানো হচ্ছে সক্ষমতা এবং সামর্থ্যের কয়েক গুণ বেশি শিক্ষার্থী।সক্ষমতার চেয়ে অধিক শিক্ষার্থী চাপিয়ে দেওয়ার পরিণতি হলো ক্রম নিম্নমুখী শিক্ষার মান।

ভিশন ২০৪১ কে সমানে রেখে সরকার জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করছে। আরো বেশি শিক্ষার্থী মানসম্মত উচ্চ শিক্ষার সুযোগ পাবে,উন্নত এবং আধুনিক বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখবে, সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।

দেশের বৃহৎ জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় নিয়ে আসতে সরকারি কলেজ গুলোর ভূমিকা অগ্রগণ্য।দারিদ্র্য বিমোচন,নারী শিক্ষার প্রসার,জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকারি কলেজ গুলো দীর্ঘদিন প্রদীপের মতো আলো বিতরণ করে যাচ্ছে। এখনো উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিতরণে সিংহভাগ ভূমিকা রাখছে সরকারি কলেজ সমূহ।

এসডিজি ফোরের অঙ্গীকার 'মানসম্মত উচ্চ শিক্ষা' নিশ্চিত করতে অচিরেই সরকারি কলেজের শিক্ষক সংকট দূর করা দরকার। ইউনেস্কো ঘোষিত সঠিক শিক্ষক - শিক্ষার্থীর অনুপাত নিশ্চিত করতে না পারলে আমাদের কাঙ্ক্ষিত মানসম্পন্ন উচ্চ শিক্ষা নিশ্চিত করা কঠিন হবে। স্বল্প খরচে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানদের গুণগত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে সরকারের সুদৃষ্টি কামনা করছি। দীর্ঘদিন ধরে অবহেলার শিকার সরকারি কলেজ সমূহ নতুন করে প্রাণচাঞ্চল্যে জেগে উঠুক। দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি কলেজ সমূহে পদ সৃজন আলোর মুখ দেখুক। ভবিষ্যতে প্রজন্ম মানসম্পন্ন শিক্ষার মাধ্যমে মানবসম্পদে পরিণত হোক।

মোহাম্মদ জাহিদুল ইসলাম: প্রভাষক, সরকারি কলেজ

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

১০

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

১১

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

১২

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১৪

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১৫

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১৬

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

১৭

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১৮

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১৯

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

২০
X