জোয়েল লেইডেন
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৭:১৪ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ
ইসরায়েলি গণমাধ্যমের বিশ্লেষণ

হামাসের সঙ্গে যুদ্ধে কি ইসরায়েল হেরে যাচ্ছে?

ইসরায়েল-হামাসের যুদ্ধ। ছবি : সংগৃহীত
ইসরায়েল-হামাসের যুদ্ধ। ছবি : সংগৃহীত

আমার জীবনের ২৫টি বছর কেটেছে ইসরাইলে এবং এখানে সেবা দিয়ে যাচ্ছি। কিন্তু আমি এমন কথা কখনোই উচ্চারণ করিনি- ইসরায়েল কি যুদ্ধে হেরে যাচ্ছে? এমনকি ইসরাইলে যাওয়ার পূর্বে ‘ইওম কিপুর যুদ্ধে’র সময় মিশর ও সিরিয়ার সেনারা যখন আমাদের সীমান্তের ভেতরে ঢুকে পড়েছিল এবং সেসময় রাশিয়া সিনাই, মিশর এবং প্রধান সীমান্ত কিবুতযে স্থলবাহিনী পাঠানোর হুমকি দিয়েছিল তখনও আমি ততটা ভীত ছিলাম না। বরং এই বলে দেশ রক্ষায় এগিয়ে গিয়েছিলাম যে, একদিন নিশ্চয়ই আমরা বিজয়ের সূর্যোদয় দেখবো। আমি কি কখনো পরাজয়ের গন্ধ পেয়েছি? কিন্তু এখনকার দিনগুলো একেবারেই ভিন্ন।

আমি শাবাতের (ইহুদিদের সাপ্তাহিক বিশেষ দিন) আলো ঝলমলে সকালে সিনাগগে (ইহুদি উপাসনালয়) গিয়েছিলাম, তখন আমার মোবাইল ফোনে ভাইব্রেশন দেওয়া ছিল। হঠাৎ গাজায় বিস্ফোরণে আইডিএফ’র (ইসরায়েলি সেনাবাহিনী) ৮ সেনা নিহত হওয়ার একটি বার্তা আসে ফোনে। ক্ষয়ক্ষতি এত ব্যাপক ছিল যে, নিহত সেনাদের মৃতদেহ এবং অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। আমরা জানি, একজন ইসরাইলি সেনার মৃত্যুর বেদনা আমাদের কাছে কত গভীর, যেন পরিবারের একজন সদস্যকে হারালাম।

অহংকারই আমাদের ডোবাচ্ছে

গত ৭ অক্টোবর যারা হত্যাকাণ্ড চালিয়েছে, সেই হামাসকে নির্মূল অভিযানে গিয়ে আট তরুণ ও সাহসী ইসরায়েলি সেনার মৃত্যু হয়। তারা গাজায় হামাস কর্তৃক লুকিয়ে রাখা ১২০ জিম্মিকে উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন। কিন্তু আজকে যে সেনাদের দেহ ছিন্ন ভিন্ন হলো আপনি কি ভবিষ্যতে তাদের ব্যাপারে আর কখনও কিছু শুনতে পাবেন? কিংবা ইসরাইলের উত্তরাঞ্চলে লেবাননের হিজবুল্লাহর শত শত রকেট হামলার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ড অথবা আইডিএফ সেনাদের বীরত্বপূর্ণ অভিযানের মাধ্যমে জিম্মি অ্যালমগ মেইর জ্যান, আন্দ্রে কোজলভ শ্লোমি জিভ এবং নোয়া আরগামানিকে উদ্ধারের বিষয়ে?

আমরা অনেকেই কয়েক দশক ধরে ইসরাইলের জনসংযোগের বিষয়ে সমালোচনা করে আসছি। সরকারের পাবলিক রিলেশন শাখার (হাসবারা) পরিকাঠামোর অংশ হিসেবে আমি সব সময়ই আর্থিক সংকটের ব্যাপারে বলেছি। আমাদের যেহেতু আয়রন ডোম এবং যুদ্ধ বিমানের জন্য অর্থের প্রয়োজন, তাই বিষয়টিকে কখনোই গুরুত্ব দেয়া হয়নি। এক্ষেত্রে আমার ধারণা ছিল ভুল। অথচ সেই একই কারণে আজ আমাদের কার্যকর তথ্য যোগাযোগের অভাবে ইসরাইলকে হলোকাস্ট স্টাইলে ৭ অক্টোবরের সন্ত্রাসী হামলার শিকার হতে হচ্ছে, এটি অহংকারেরই ফল। ইসরাইলের নিচের সারির গোয়েন্দা কর্মকর্তারা হামলার ব্যাপারে সতর্ক করেছিলেন, কিন্তু মধ্যম সারির কর্মকর্তারা একেবারে তাদের চোখের সামনে থাকা ব্যাপারটি বিশ্বাস করতে ব্যর্থ হন। তারা বলেছিলেন যে, ইসরাইলের ঘরবাড়িতে সুসংগঠিত হামলার সক্ষমতা হামাসের নেই। গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি কখনোই প্রধানমন্ত্রীর টেবিলেও উপস্থাপন করেননি।

সম্প্রতি একটি পিআর এজেন্সির মালিক আমার এক ভালো বন্ধু ইসরাইলের যে স্থানে হিজুবুল্লাহ রকেট হামলা চালিয়েছে সেখানকার মানচিত্রের ভিডিও আপলোড বন্ধ করতে বলে। সে জানায়, এতে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে এবং ইসরাইলিদের মাঝে অস্বস্তি তৈরি করবে। আমি তাকে এই বলে দ্রুত উত্তর দিলাম যে, মানচিত্রগুলি আন্তর্জাতিক মিডিয়ায় ব্যবহারের জন্য ছিল, অভ্যন্তরীণ নয় এবং আমরা যুদ্ধাপরাধী নই। একইসঙ্গে এগুলো ইসরায়েলি পেশাদারদের পিআরদের মধ্যে উদ্বেগ এবং হতাশার উদ্রেক করে থাকলে তাদের পিএসটিডি (পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) এর সহায়তা নেওয়ার পাশাপাশি ইনফরমেশন ক্যাম্পেইন থেকে প্রত্যাহারের পরামর্শ দেই।

ইসরাইলের কি পেশাগত তথ্য যোগাযোগ ব্যবস্থার ঘাটতি রয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। তবে, সেটি খুব সীমিত। আইডিএফ মুখপাত্রের কার্যালয় যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু কয়েক বছরের সংকটের কারণে পিআর অভিজ্ঞতার অভাবও রয়েছে। পেশাদাররা ভালো করেই জানেন যে, কীভাবে আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করতে হয়। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আমাদের একটি পিআর ফার্ম রয়েছে এবং অসাধারণ দায়িত্ব পালন করে যাচ্ছে। ইউএস, কানাডা এবং ইউরোপের বিভিন্ন সিটিতে আমাদের অভিজ্ঞ কয়েক ডজন পেশাদার কর্মী নিয়োগ দেওয়া প্রয়োজন।

ইসরাইলের পেশাদার জনসংযোগ কর্মকর্তা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কেউ হয়তো উত্তর দেবেন, তাহলে যুদ্ধের জন্য জেরুজালেমে ইসরাইল/হামাস/হিজবুল্লাহ’র মিডিয়া সেন্টার কোথায়? ইসরাইল উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। কিন্তু ইরান যদি হাজার হাজার মিসাইল নিয়ে এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে, আমরা কি তাহলে দেশের কেন্দ্রস্থল থেকে জনগণকে সরাতে পারবো? এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের প্রয়োজন ইংরেজিতে পারদর্শী জনবল, যারা বিশ্ববাসীর সামনে সবকিছু উপস্থাপন করতে পারবে। গত কয়েক মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইংরেজিতে খুবই দক্ষ দুজন কূটনৈতিক এইলন লেভি এবং নোয়া তিসবিকে বরখাস্ত করা হয়েছে।

কেবল ইসরাইলেই নয়, জেরুজালেমেও আমরা ইহুদি বিদ্বেষ প্রশমনে মিডিয়ার বয়ান নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য নিন্দার শিকার হচ্ছি। ফলে, একটি প্রাণঘাতি ক্যান্সারের মতো ইহুদি বিদ্বেষ এখন বিশ্ববিদ্যালয়গুলো থেকে শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের প্রতিটি শহর ও সড়কে ছড়িয়ে পড়ছে।

‘Is Israel losing the war against Hamas in Gaza?’ অবলম্বনে অনুদিত। অনুবাদ : মোহসিন কবির

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরের ৫ আসনে প্রার্থী হলেন যারা

সাগর জাহানের নতুন মেগা ধারাবাহিক ‘বিদেশ ফেরত’

পাবনা-৫ আসনে বিএনপির প্রার্থী শিমুল বিশ্বাস

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

এনসিপি কত আসনে প্রার্থী দেবে, জানালেন সারজিস

গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ের রেকর্ড প্রবৃদ্ধি

বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েটসহ যাদের নাম নেই

লক্ষ্মীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা

কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নয়া মানুষ’

নরসিংদীতে বিএনপির প্রার্থী যারা

১০

২৩৭ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, তালিকায় নেই শিল্পীরা

১১

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল / সরকারকে ধন্যবাদ জানাল জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ

১২

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ জায়গা পেলেন যারা

১৩

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির যে প্রার্থী

১৪

এমএইচআর এডুকেশনের আয়োজনে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠিত

১৫

বিশ্বকাপজয়ী ভারতীয় মেয়েদের জন্য পুরস্কারের বন্যা

১৬

যশোরের পাঁচ আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাজুসের সভাপতি হলেন দোলন

১৮

বিএনপির প্রার্থীদের উদ্দেশে শিশির মনিরের বার্তা

১৯

সাতক্ষীরায় বিএনপির প্রার্থী যারা

২০
X