আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ১২ দলীয় জোট।
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জানান, আগামীকাল বিকেল ৩টায় গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে এক দফা দাবিতে ১২ দলীয় জোটের জোটের বিজয়নগর পানির ট্যাংকির সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
ওই মহাসমাবেশে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে তিনি জানান।
এদিকে একই দিনে আওয়ামী লীগের তিনটি অঙ্গ-সংগঠনের শান্তি সমাবেশ ও বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কোথায় হবে সে বিষয়ে বিস্তারিত জানাবেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আরও পড়ুন : আ.লীগ ও বিএনপির সমাবেশ কোথায়, জানা যাবে বিকেলে
মন্তব্য করুন