কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৩:৪৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির আহত নেতাকর্মীদের চিকিৎসা নিতেও বাধা দেওয়া হচ্ছে : ড্যাব

ড্যাব-এর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ড্যাব-এর সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

সারা দেশের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মীরা ক্ষমতাসীন দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা আহত হয়েছেন তাদের চিকিৎসা নিতেও সরকারের নির্দেশে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর মগবাজারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ড্যাবের চিকিৎসাসেবা সহায়তা কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড্যাবের চিকিৎসাসেবা সহায়তা কমিটির সদস্য সচিব ও ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান। আরও উপস্থিত ছিলেন বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, কমিটির আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম শাকিল, অধ্যাপক ডা. এম এ সেলিম, অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. শামসুল ইসলাম, ডা. কাজল, ডা. আরফান সোহেল, ডা. রিয়াজুল ইসলাম, ডা. এসএ মাহমুদ মুন্না, ডা. ইব্রাহিম রুমি বাবু, ডা. শাওন বিন রহমান, ডা. গালিব হাসান, ডা. রাফসান জানি আবির।

লিখিত বক্তব্যে ডা. মেহেদী হাসান বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গণতন্ত্রের মুক্তির জন্য মুক্তিকামী মানুষ আন্দোলন সংগ্রাম করে চলেছে। এই আন্দেলন সংগ্রামে অংশগ্রহণকারী জাতীয়তাবাদী সৈনিকদের বিনা উসকানিতে সরকারের আইনশৃঙ্খলা ও সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছে। এই পর্যন্ত আমাদের জাতীয়তাবাদী অনেক নেতাকর্মী এই আক্রমণে নিহত হয়েছে এবং অনেকে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে পঙ্গুত্ববরণ করেছে। আহত এসব নেতাকর্মীর চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী বাহিনী প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। একটি পেশাজীবী সংগঠন হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব ঘরে বসে থাকতে পারে না। এজন্য গণতন্ত্র মুক্তির আন্দোলনের পাশাপাশি সন্ত্রাসী কর্তৃক আহত এসব নেতাকর্মীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কেন্দ্রীয়ভাবে ১টি চিকিৎসাসেবা সহায়তা কমিটি গঠন করেছে এবং বিভাগীয় পর্যায়ে ও অনেক ক্ষেত্রে জেলা পর্যায়েও চিকিৎসাসেবা সহায়তা টিম তৈরি করা হয়েছে।

তিনি বলেন, ড্যাব মুক্তিকামী মানুষের গণতন্ত্রমুক্তির এই আন্দোলনে ভূমিকা রাখার পাশাপাশি বিনা উসকানীতে আওয়ামী সন্ত্রাসী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আহত এই সকল জাতীয়তাবাদী সৈনিকদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাবে। এই পরিস্থিতি মোকাবিলায় আমরা সাংবাদিক ভাইদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ডা. মো. মেহেদী হাসান বলেন, দেশের যে পরিস্থিতি সেটা চলতে দেওয়া যায় না। আজকে সারা দেশে যে পরিস্থিতি তা অসহনীয়। মানুষ স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড ও চলাফেরা করতে পারছে না। সরকার যে জায়গায় নিয়ে গেছে সেটা কারও জন্য মঙ্গলজনক নয়। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে চিকিৎসক সমাজ হিসেবে আমরা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বসে থাকতে পারি না। যেভাবে বায়ান্নর ভাষা আন্দোলন, ‘৬২-এর শিক্ষা আন্দোলন, ‘৬৯-এর গণঅভ্যুত্থান থেকে সর্বোপরি মহান মুক্তিযুদ্ধ, ‘৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে চিকিৎসকরা ভূমিকা রেখেছেন। আমরা দেশ ও জনগণের স্বার্থে গণতান্ত্রিকভাবে যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করব।

তিনি আরও জানান, বিভিন্ন এলাকায় বিএনপির যেসব নেতাকর্মী আহত হয়ে ঢাকা এবং অন্যান্য হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন তাদের বের করে দেওয়া হয়েছে। এমনকি গতরাতে লালবাগের সাবেক কমিশনার মীর আশরাফ আলী আযমকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ঢামেকে কর্তব্যরত দুজন চিকিৎসক দেখতে গেলে তাদের অকথ্য ভাষায় কথা বলেছে। মোবাইল চেক করেছে। তাদের ৪৫ মিনিট আটকে রাখা হয়। এটা অত্যন্ত অমানবিক ও সংবিধানের লংঘন। আমরা বলছি- যেসব নেতাকর্মী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে তাদের ড্যাবের চিকিৎসাসেবা সহায়তা কমিটির পক্ষে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে ৩৯ নারী-পুরুষকে হস্তান্তর বিএসএফের

সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদত্যাগ

পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

এনবিআরের ১৭ কর্মকর্তার সম্পদের খোঁজে দুদক

১৮০ টাকার জন্য পরীক্ষা দিতে দিলেন না প্রধান শিক্ষক

৪১ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

ভুলেও প্রেসার কুকারে রান্না করবেন না যে ৫ খাবার

আলো-অন্ধকারের দার্শনিক জহির রায়হানের জন্মবার্ষিকীতে গভীর অভিবাদন

১০

‘ত্রাণ নয়, রাস্তা চাই’

১১

‘ডাকসুকে ব্যবহার করে বড় নেতা হয়েছেন, শিক্ষার্থীদের উন্নয়ন হয়নি’

১২

প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে স্যুট পরে হাজির জেলেনস্কি

১৩

এনসিপি থেকে বহিষ্কার হয়ে মাহিনের ‘বিস্ফোরক’ মন্তব্য

১৪

বেরোবিতে তৃতীয় দিনেও অনশন চলছে, গঠনতন্ত্র চূড়ান্তে ইউজিসির সভা বৃহস্পতিবার

১৫

মাটির নিচে মিলল পিস্তল-গুলি

১৬

জুলাই গণহত্যার আসামির জামিন বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য

১৭

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া-আসা করলে কি ৪০ দিনের ইবাদত নষ্ট হয়ে যায়?

১৮

হঠাৎ অবসরে যাওয়ার ঘোষণা দিলেন মার্কিন বিমানবাহিনীর প্রধান

১৯

ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

২০
X