জামায়াতে ইসলামীরও রাজনীতি করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (৩০ জুলাই) রাতে জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কালবেলাকে এ কথা বলেন অলি আহমদ।
তিনি বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগই সংকটের একমাত্র সমাধান। যত দ্রুত সম্ভব তাদের পদত্যাগ করতে হবে। এটা তাদের জন্য যেমন মঙ্গল, দেশের জন্যও তেমনি মঙ্গলজনক হবে। এমন সময় সরকার কাকে কী করল না করল, জামায়াতে ইসলামীকে নিয়ে কী বলল না বলল- জনগণ তাতে কর্ণপাত করবে না, সেটা গ্রহণ করবে না।
তিনি আরও বলেন, সরকার গায়ের জোরে যে কোনো কিছু করতে পারে, কিন্তু সেটা বেশি দিন টিকবে না। তাছাড়া জামায়াতের লোকরাও এ দেশের নাগরিক। তাদেরও রাজনীতি করার অধিকার রয়েছে।
যুগপৎ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা অলি আহমদ বলেন, বিগত এক মাস ধরে সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করেছে- তারা নির্বিচারে আমাদের ছেলেমেয়েদের হত্যা করেছে, সাধারণ মানুষকে রাস্তায় হত্যা করেছে। হত্যার সংখ্যা কয়েকশ’র ওপরে, আহতের সংখ্যা কয়েক হাজারের ওপরে। বিনা কারণে গ্রেপ্তারের সংখ্যা ১২ হাজারের ঊর্ধ্বে। সুতরাং এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই।
মন্তব্য করুন