কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াইয়ের ময়দান ছাড়ার সুযোগ নেই’ 

চলমান আন্দোলনে শহীদদের স্মরণে গায়েবানা জানাজা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছবি : সংগৃহীত
চলমান আন্দোলনে শহীদদের স্মরণে গায়েবানা জানাজা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, যতদিন না জনগণের প্রতিনিধিত্বশীল সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারব, ততদিন ময়দান ছেড়ে যাওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (৬ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চলমান আন্দোলনে শহীদদের স্মরণে গায়েবানা জানাজাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ছাত্র-জনতার এক দফা দাবি আদায় করতে গিয়ে সারা দেশে হাসিনা ও তার দোসরদের নির্মম হত্যাযজ্ঞে শত শত ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে অক্টোপাসের মতো আঁকড়ে ধরা স্বৈরাচারীর পতন হয়েছে। কিন্তু স্বৈরাচারের পতনই চূড়ান্ত বিজয় নয়। যতদিন না জনগণের প্রতিনিধিত্বশীল সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারব, ততদিন ময়দান ছেড়ে যাওয়ার সুযোগ নেই।’

কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, ‘১৫ বছরের অধিক সময় ধরে আওয়ামী সরকার দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। মেধা ও দক্ষতার পরিবর্তে দলীয় ক্যাডারদের প্রাধান্য দিয়ে মেধাবীদের বঞ্চিত করা হয়েছে। আর যখন এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্রসমাজ সোচ্চার হয়েছে, তখনই তাদের ওপর ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যা চালানো হয়েছে। তরুণসমাজ রক্ত দিয়েছে কিন্তু হার মানেনি। শত শত শহীদের রক্তের বিনিময়ে তাদের কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে এনেছে।

জানাজাপূর্ব সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মিজানুর রহমান সিরাজি, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, জাগপা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি খালেদ মাহমুদ, জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি এহহেসানুল হক জেলানি।

জানাজায় উপস্থিত নেতারা আশা ব্যক্ত করে বলেন, ‘আমাদের তরুণ ছাত্রসমাজের হাত ধরে যে বিজয় আর্জিত হয়েছে, সেই বিজয়কে অর্থবহ করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং একটি ক্ষুধা, দরিদ্র ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

বক্তরা বলেন, ‘আমাদের ছাত্রসমাজ আমাদের পথ দেখিয়ে দিয়েছে, কীভাবে একটা অনৈতিকভাবে আঁকড়ে ধরে থাকা শক্তিকে পারজিত করতে হয়। আমাদের তরুণরা আমাদের অনুপ্রেরণা। তরুণসমাজই আগামী দিনের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আমরা তাদের বীরত্বপূর্ণ বিজয়কে দেশ গড়ার মাধ্যমে অর্থবহ করে তুলব, ইনশাআল্লাহ।

বক্তরা আরও বলেন, আমরা দেশের জন্য আত্মোৎসর্গকারী শহীদ ভাইদের জন্য মাগফিরাত কামনা করছি, সেই সঙ্গে কাল কিয়ামতে তাদের জন্য উত্তম বিনিময় কামনা করছি।

জানাজায় ছাত্রশিবিরের বিপুল নেতাকর্মী, জনশক্তি এবং ছাত্রজনতা উপস্থিত ছিলেন। ইমামতি করেন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে এনসিপি

মাদকবিরোধী তৎপরতায় খেলাধুলা চমৎকার উপাদান : জহির উদ্দিন

নতুন মানচিত্রে অ্যান্টার্কটিকার বরফের নিচের অজানা পৃথিবী উন্মোচিত

এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

৮১ ঘণ্টা পর শোকজের জবাব দিলেন নাজমুল

ওপরে তুলেই নিচে নামিয়েন না, কাদের বললেন হৃদয়?

ক্যানসারে আক্রান্ত খুবি শিক্ষার্থী মুজাহিদ বাঁচতে চায়

স্বপ্ন দেখে ভয় পেলে যে দোয়া পড়বেন

চিলিতে জরুরি অবস্থা, সরিয়ে নেওয়া হলো ২০ হাজার বাসিন্দাকে

এসপি-ডিসিদের আচরণে নিরপেক্ষতার ঘাটতি রয়েছে : ডা. তাহের

১০

মোবাইল ব্যবসায়ীদের তারেক রহমানের আশ্বাস (ভিডিও)

১১

আলিফ হত্যা মামলা / সোমবার কাঠগড়ায় দাঁড়াবেন চিন্ময়সহ ২২ জন

১২

নিরপেক্ষতার ঘাটতি হলে আবার ৫ আগস্ট হতে পারে : রুমিন ফারহানা

১৩

মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

১৪

পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত বেড়ে ৬

১৬

গণভোট দেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

১৭

রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

১৮

যারা নির্বাচন চায় না, তারা ভীতি ছড়াচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা

১৯

দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, বাড়ি ভাঙচুর-আগুন

২০
X