কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের ত্রাণ ফান্ডে ব্যাপক সাড়া

বন্যার্তদের জন্য বিএনপি  ত্রাণ ফান্ডে ব্যাপক সাড়া। ছবি: সংগৃহীত
বন্যার্তদের জন্য বিএনপি ত্রাণ ফান্ডে ব্যাপক সাড়া। ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্যের জন্য ত্রাণ সংগ্রহ করছে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। কেন্দ্রীয় নির্দেশে দলের নেতাকর্মীরা ত্রাণ তহবিলে ব্যাপক সাড়া দিচ্ছেন। রিকশাচালক থেকে শুরু করে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ তহবিলে আর্থিক সহযোগিতা করছেন।

শনিবার(২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটি গঠনের পর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই ত্রাণ সংগ্রহ কেন্দ্র খোলা হয়। দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে আহ্বায়ক এবং যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে সদস্যসচিব করে আট সদস্যের এই ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করে বিএনপি।

জানা গেছে, আনুষ্ঠানিকভাবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ত্রাণ সংগ্রহ কেন্দ্র খোলা থাকলেও সেখানে ২৪ ঘণ্টাই মানুষ অনুদান দিচ্ছেন। সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে ২৫-৩০ লাখ টাকা পর্যন্ত নগদ অথবা অনুদানের চেক দেওয়া হচ্ছে। বিএনপির সারা দেশের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই অনুদান দিচ্ছেন।

সংগৃহীত অর্থে এরই মধ্যে চার দফায় প্রায় দুই কোটি নগদ টাকা এবং বিভিন্ন ত্রাণসামগ্রী বন্যাকবলিত এলাকার মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার চার ট্রাকভর্তি ত্রাণসামগ্রী বন্যার্তদের জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষে এক ট্রাক ভর্তি বিভিন্ন ত্রাণসামগ্রী দলের কেন্দ্রীয় ত্রাণ ফান্ডে হস্তান্তর করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- ২১১ বস্তা চাল, ৭৭ বস্তা চিড়া, ৫৩ বস্তা মুড়ি, ১৪৭ বস্তা কাপড়, ৪৫ কার্টন পানি, ১৫ কেজি গুড়। এ ছাড়াও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ রহমান নগদ ১ লাখ টাকা অনুদান দিয়েছেন।

জানা গেছে, বিএনপি গঠিত ত্রাণ সংগ্রহ কমিটি দেশের পূর্বাঞ্চলে প্রলয়ংকরী বন্যায় উপদ্রুত মানুষের সাহায্যার্থে শুকনো খাবার, বাচ্চাদের কাপড়, মোমবাতি, দেশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ দলের নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করছে। দেশের সর্বস্তরের জনগণকে বন্যার্তদের সাহায্যার্থে সাধ্যানুযায়ী উল্লিখিত ত্রাণসামগ্রী নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রদান করার জন্য একান্ত অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্যার কারণে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ১ সেপ্টেম্বর থেকে যে ছয় দিনের বড় কর্মসূচি নেয়া হয়েছিল স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি একেবারে কমিয়ে আনার। সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিলো সেই অর্থ আমরা আমাদের দলের ত্রাণ তহবিলে দিয়ে দেব। সেখান থেকে তা দুর্গত মানুষের কাছে যাবে। দেশের পূর্বাঞ্চলে জেলাসমূহে বন্যায় দুর্গত মানুষের পাশে বিএনপি ত্রাণসামগ্রী নিয়ে কাজ করছে বলে জানান বিএনপি মহাসচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বন্যা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন, সেক্রেটারি আহসান জামান

শীতে কাঁপছে সাতক্ষীরা, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

ঘরের ভেতরে পড়ে অসুস্থ মাহাথির মোহাম্মদ

৪০ কোটি টাকার শেয়ার কিনবেন তপন চৌধুরী

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা

দোকান থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুব দ্রুতই ভেনেজুয়েলায় ফিরছেন মাচাদো

মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁস’

ভেনেজুয়েলা সংকট / যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী মেক্সিকোর প্রেসিডেন্ট কী বলছেন

জকসুতে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা

১০

ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

১১

বাঙ্গি ক্ষেতে পড়ে ছিল স্কুলছাত্রের গলাকাটা লাশ

১২

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

১৩

ফেসবুক প্রোফাইল ডিসেবলের কারণ জানালেন হাসনাত আব্দুল্লাহ

১৪

খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণা / বেসরকারি খাতনির্ভর অর্থনীতি গড়ে তুলতে উদ্যোগ নেন তিনি  

১৫

৩৫তম নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ড. নজরুল ইসলাম

১৬

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ

১৭

এক মাসের জন্য বাদ দিন চিনি

১৮

নদীজুড়ে কুয়াশা, স্থবির ঢাকা-কালাইয়া নৌরুট

১৯

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে তুলাধুনা করে বাংলাদেশের পাশে রমিজ রাজা

২০
X