বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বন্যাদুর্গত এলাকা ফেনী জেলাধীন পরশুরাম উপজেলার দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্তবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে প্রায় চারশতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
এতে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বাদশা, সহ-সাধারণ সম্পাদক ও বেসরকারি মেডিকেলের ভারপ্রাপ্ত সভাপতি ডা. এরফান খান নিবিড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ডা. সাদ্দাম, ইউএসটিসি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ডা. বিষু, ডা. ওমর, বেসরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মমি, ডা. তুষার, ডা. ওমর, বেসরকারি মেডিকেলের সহ-সম্পাদক ডা. রানা, ম্যান্ডি ডেন্টাল কলেজ ছাত্রদল নেতা ডা. আবরার, বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাসিবুল হাসান, ঢাকা দক্ষিণ ছাত্রদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাফি, শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামসহ প্রায় ২৫ জন চিকিৎসক স্বাস্থ্যসেবা দেন।
এ সময় দেশের যে কোনো দুর্যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের মেডিকেল টিম সর্বদা জনগণের পাশে থাকার আশা প্রকাশ করে।
মন্তব্য করুন