কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকারের কাছে ১২ দলীয় জোটের নতুন প্রস্তাবনা

১২ দলীয় জোটের নতুন প্রস্তাবনা। গ্রাফিক্স : কালবেলা
১২ দলীয় জোটের নতুন প্রস্তাবনা। গ্রাফিক্স : কালবেলা

দেশের বাইরে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনাসহ ১২ দফা দাবি পেশ করেছে ১২ দলীয় জোট। অন্তর্বর্তী সরকারের কাছে এ দাবিগুলো তুলে ধরেন তারা। শনিবার (৩১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের কাছে ১২ দলীয় জোটের ১২ দফা প্রস্তাবনাগুলো হলো-

১. বিগত ১৫ বছরে ক্ষমতা কুক্ষিগত রাখার হীন উদ্দেশ্যে স্বৈরাচারী সরকার যে সব বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক পরিবর্তন এনেছে সেগুলো রহিত এবং সংশোধন করতে হবে ও অন্যান্য সাংবিধানিক সংস্কার করতে হবে।

২. গণতন্ত্র ও ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।

৩. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং সংস্কার শেষে স্বল্পতম ও যৌক্তিক সময়ে একটি নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করতে হবে।

৪. রাজনৈতিক দলগুলোর মতামত ও দেশের বিশিষ্টজনদের অভিমতের ভিত্তিতে একটি স্বাধীন, দক্ষ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে। রাজনৈতিক দল নিবন্ধনের কালো আইন বাতিল করে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংস্কার করতে হবে।

৫. একটি প্রশাসনিক সংস্কার কমিটি গঠন করে সব প্রশাসনিক সংস্কার ও পুনর্গঠন করতে হবে। পুলিশের কর্মবিমুখতা এবং দায়িত্বহীনতার মানসিকতাকে অবিলম্বে বন্ধ করে তাদের ঠিক পথে পরিচালিত করতে হবে।

৬. সাংবিধানিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে। পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না।

৭. দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুদকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুদককে আরও বৃহত্তর পরিসরে ব্যবহার করতে হবে।

৮. দেশের বাইরে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ এবং কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিষ্প্রয়োজনীয় কিংবা স্বল্প প্রয়োজনীয় ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো বন্ধ করতে হবে। এডিপির অর্থ প্রয়োজনীয় প্রোগ্রামগুলোয় ব্যয় করতে হবে ।

৯. প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদীর ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে।

১০. বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বর্তমান বিচার ব্যবস্থা সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিটি গঠন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসন প্রশ্নে সংবিধানে কথিত ইতিপূর্বেকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে হবে।

১১. সরকারি আমলা এবং শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের মানসিকতা বন্ধ করতে হবে।

১২. বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার শিকার শহীদদের সঠিক তালিকা প্রকাশ, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে : তাজুল ইসলাম

গ্রি ফর্চুন অফার ক্যাম্পেইন চালু

নিয়োগ দিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, আবেদন করুন অনলাইনে

কষ্টে দিন যাচ্ছে ‘এক টাকার মাস্টারের’, কেউ খবর রাখে না 

স্কোয়াড ঘোষণার পর বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

সেনাপ্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে সেনাবাহিনীর বিবৃতি

ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন

নাটোরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রথম দেখাতেই মানুষ চিনে নিন ৫ মনোবিজ্ঞানভিত্তিক ট্রিকসে

পাচার অর্থ ফেরাতে / ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চুক্তি করতে নির্দেশ

১০

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান, অস্ত্র উদ্ধার

১১

সাতক্ষীরায় সিভিল সার্জনের অপসারণ দাবিতে অফিস ঘেরাও

১২

এভারেস্ট উপত্যকায় শতাধিক পর্যটক আটকা, উদ্ধার অভিযান চলছে

১৩

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আয়োজনে বক্তারা / জন্ম ও মৃত্যু নিবন্ধন সর্বজনীন করতে আইন সংস্কার অপরিহার্য

১৪

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠক

১৫

ভর্তার স্বাদ বাড়াতে জানুন ছোট্ট কিন্তু দারুণ কিছু টিপস

১৬

ট্রেনে কুবি শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক

১৭

যাই দেখছি সব নতুন লাগছে, বিসিবি নির্বাচনে ভোট দিয়ে আমিনুল

১৮

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

১৯

নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

২০
X