সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক স্বাক্ষরিত ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে অব্যাহতি দেওয়া হয়েছে এমন একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে।
তবে এ প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছেন যুবদলের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল।
রোববার (৮ সেপ্টেম্বর) বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রকৃতপক্ষে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। তাই সবাইকে এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।
মন্তব্য করুন