কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১২:৪৬ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

তারেক-জোবাইদার সাজার দাবিতে আওয়ামীপন্থি আইনজীবীদের অবস্থান

তারেক-জোবাইদার সাজার দাবিতে আওয়ামীপন্থি আইনজীবীদের অবস্থান। ছবি : কালবেলা
তারেক-জোবাইদার সাজার দাবিতে আওয়ামীপন্থি আইনজীবীদের অবস্থান। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক আসামি তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলাটি রায়ের জন্য বুধবার (২ আগস্ট) দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করবেন। এ রায়ে তাদের সর্বোচ্চ সাজার দাবিতে অবস্থান নিয়েছে আওয়ামীপন্থি আইনজীবীরা।

এ সময় তারা সাজা নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দিতে থাকে।

গত ২৭ জুলাই যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ দিন ধার্য করেন।

এদিকে এ রায় ঘিরে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় তারা কালো ফিতা মাথায় বেঁধে ও কালো পতাকা হাতে নিয়ে নানা স্লোগান দিচ্ছে। এর আগে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপরই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবাইদা। ওই বছরই এ আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এ সংক্রান্ত চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবাইদার করা মামলা বাতিলের আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। একইসঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবাইদাকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। উচ্চ আদালতের এ খারিজ আদেশের বিরুদ্ধে ওই বছরই লিভ-টু-আপিল করেন জোবাইদা। এরপর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ লিভ-টু-আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

গত ১৩ এপ্রিল আদালত পলাতক তারেক ও জোবাইদার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। গত ২১ মে আদালতে মামলার বাদী দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা সাক্ষ্য দেন।

গত ২৪ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম শেষ সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন। এ নিয়ে মামলাটিতে ৫৬ সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সাথে ইইউর প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

ইরানের বিক্ষোভ নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা

একের পর এক ইরানগামী ফ্লাইট বাতিল করছে এয়ারলাইন্সগুলো

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান

গুলির শব্দে কাঁপছে ইরান, হাসপাতালে লাশের স্তূপ

ক্লান্তির পরেও ঘুম আসছে না, কোনো খারাপ লক্ষণ নয়তো

এনসিপির ১২ নেতার পদত্যাগ

মা হলেন অদিতি মুন্সী

পোস্টাল ব্যালট দিয়ে প্রচারণা চালালে যেসব শাস্তির ঘোষণা দিল ইসি

১০

দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত ৮

১১

‘ইন্ডিয়ান আইডল’ বিজয়ী গায়ক আর নেই

১২

কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

১৩

বিপিএল ছেড়ে চলে গেলেন তারকা বিদেশি ক্রিকেটার

১৪

খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানাল ইরানি দূতাবাস

১৫

মাদ্রাসায় যাওয়ার পথে অটোরিকশাচাপায় প্রাণ গেল শিশুর

১৬

নতুন জীবনে শেখ ইশতিয়াক

১৭

ইরানে হামলার পরিকল্পনা যেভাবে সাজাচ্ছেন ট্রাম্প

১৮

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৪

১৯

নির্দিষ্ট সময়ের আগেই কর্ণফুলী পেপার মিলের ৯১৪ টন কাগজ ইসিতে

২০
X