কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৩:০৯ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার মুখ থুবড়ে পড়লে গণতন্ত্র পুনরুদ্ধার বিলম্ব হবে : আমান

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভা। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকার আজকে কোনো কারণে মুখ থুবড়ে পড়লে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ’৯০-এর ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফুদ্দিন আহমেদ মনির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

আমান উল্লাহ আমান বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- আমরা এই সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করছি এবং করব, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। আর এই নির্বাচনটি যত দ্রুত সম্ভব হতে হবে। তাদের (অন্তর্বর্তী সরকার) কারণে যদি আজকে মুখ থুবড়ে পড়ে, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিলম্ব ঘটতে পারে। তাই আমরা আশা করব, এ সরকার যে কমিশন করেছেন তার রিপোর্ট পাবার সাথে সাথে পরবর্তী করণীয় হিসেবে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের ১৮ কোটি মানুষ যাদেরকে রায় দিবে তাদের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে এবং দেশ শান্তিপূর্ণভাবে চলবে। পাশাপাশি দেশের যে সকল সমস্যার জট বেঁধে আছে তা সমাধান করবে। একই সঙ্গে ছাত্র-জনতা এবং দেশের মানুষের যে দাবি তা পূরণ হতে হবে এবং সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সাংবাদিক দম্পতি সাগর-রুনির বিচার এখনো পাইনি এমনটি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই বিচার দ্রুত করতে হবে। এতদিন সাগর- রুনির হত্যাকাণ্ডের বিচার বিলম্ব হওয়ার কারণ একটাই, আওয়ামী লীগ সরকার এখানে জড়িত ছিল। তখন প্রতিবেদন জমা হয়নি, বিলম্ব হয়েছে। কিন্তু আজকে এই বিচার বিলম্ব হবার কথা নয়।

তিনি আরও বলেন, দীর্ঘ অনেক বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। যে গণতন্ত্র একবার এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরেকবার এনেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর দীর্ঘ ১৬ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে সর্বশেষ ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে আমরা পেয়েছি গণতন্ত্র। গণতন্ত্র যেভাবে অর্জিত হয়েছে, তা আমাদের ধরে রাখতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সাইফুদ্দিন মনিকে স্মরণ করে তিনি বলেন, সাইফুদ্দিন মনির স্বপ্ন তখনই পূরণ হবে যখন জনগণের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় আমরা দ্রুত গণতন্ত্র ফিরে পাবো, দ্রুত ভোটাধিকার ফিরে পাব এবং দ্রুত একটি জনগণের সরকার পাব- যেখানে এই দেশের সরকার পরিচালিত হবে জনগণের মাধ্যমে।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট যেভাবে দেশে দুঃশাসন চালিয়েছে সেটা আর বলতে চাই না। তারা দেশটাকে জেলখানা বানিয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে রাস্তায় মিশিয়ে ফেলছে। আওয়ামী লীগের সাথে কোনো আপস হবে না।

তিনি বলেন, যেকোনো আন্দোলনে ‘৯০-এর গণঅভ্যুত্থান একটা অনুপ্রেরণা হিসেবে রয়েছে। আওয়ামী লীগ সরকার জুলাই-আগস্টে দেড় হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। তাদের সাথে কোনো আপস হবে না। আমরা প্রয়োজন হলে আবার রাস্তায় নামবো।

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো না । আওয়ামী প্রেতাত্মারা এখনো বিভিন্ন দপ্তরে বসে আছে। অবিলম্বে তাদের সরিয়ে ভালো মানুষ বসাতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, ততোই দেশ ও জনগণের জন্য মঙ্গল। কারণ, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশে অরাজকতা সৃষ্টি করে এই সরকারকে অস্বস্তিতে রাখতে চায়। কিন্তু আমরা এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান বলেন, অবিলম্বে বিএনপির সকল নেতাকর্মীর নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সকল রাজবন্দিকে মুক্তি দিতে হবে।

আলোচনা সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন অসুস্থ খালেদা জিয়ার আশু সুস্থতা এবং প্রয়াত সাইফুদ্দিন মনির রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ ইয়ূথ ফোরামের তোফায়েল আহমেদ কায়ছারের সঞ্চালনায় এতে প্রয়াত সাইফুদ্দিন আহমেদ মনির ছোট ভাই মইনুদ্দিন খালেদ প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় দুই দশক পর আবার ফিরে আসছে আফ্রো-এশিয়া কাপ

গণতান্ত্রিক পরিবেশে রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে : মীর হেলাল

তাপমাত্রা কমা নিয়ে কী বলছে আবহাওয়া অফিস

বিএনপি কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রতিটি ভোট গণনার অপেক্ষায় থাকবেন কমলা, আজ দেবেন না ভাষণ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, পুলিশসহ আহত ৩

মার্কিন নির্বাচনী ফলাফলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তা নেই : ড. দেবপ্রিয়

জাহিলিয়াতপূর্ণ চিন্তার স্থানে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিস্থাপন করতে হবে : মঞ্জুরুল ইসলাম

অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নতুন নির্বাহী পরিষদ গঠন

আর্জেন্টিনা দলে জায়গা হয়নি দিবালার, ফিরলেন মার্তিনেজ

১০

চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১১

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের

১২

দোদুল্যমান রাজ্যগুলোতেই কপাল পুড়ছে কমলা হ্যারিসের

১৩

২৭০ ‘ম্যাজিক’ সংখ্যা থেকে কতটুকু দূরে ট্রাম্প-কমলা?

১৪

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

আদালতে তাপসের মা, দুষলেন শেখ হাসিনাকে

১৬

কয়রায় ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

১৭

ম্যানইউর নতুন কোচের দলের কাছে বিধ্বস্ত ম্যানসিটি

১৮

‘ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে’

১৯

দোদুল্যমান রাজ্য জর্জিয়ায় প্রায় নিশ্চিত ট্রাম্পের জয়

২০
X