কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে ঔষধের গুণগত মান ঠিক রেখে স্প্রে করার আহ্বান আমিনুল হকের 

ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ। ছবি : সংগৃহীত
ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, গত ১৭টা বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকারের ক্ষমতাকালীন সময়ে তারা মশা নিধনে যে কীটনাশক ব্যবহার করেছে, তা ভালো মানের ছিল না। সঠিক উপায়ে কীটনাশক দিতে পারেনি তারা। সেখানে প্রচুর পরিমাণে ভেজাল ছিল। তার কারণে আমরা মশার উপদ্রব থেকে কখনো বাঁচতে পারিনি। এর ফলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বহু সাধারণ মানুষ তখন মারা গেছে, বর্তমানেও অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত এবং মারা যাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে যে কীটনাশকগুলো ব্যবহার করা হচ্ছে, সেখানে ঔষধের গুণগত মান ঠিক রেখে ঢাকা মহানগরীর প্রতিটি পাড়া-মহল্লায় সঠিক নিয়মে কীটনাশক স্প্রে (ছিটানো) করা হবে। তারা (অন্তর্বর্তীকালীন সরকার) এ কাজটি করবে।

সোমবার ( ১৪ অক্টোবর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানী পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডের বাউনিয়াবাদে বিএনপির উদ্যোগে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে আমিনুল হক এসব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার দেশের প্রতিটি জায়গাতেই দেশের জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত ছিল, পক্ষান্তরে বিএনপি সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছে, দেশে যখনই কোনো মহামারি, কোনো দুর্যোগ, কোনো বন্যা, করোনাকালীন কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে। কারণ বিএনপি জনগণের দল, জনগণের পাশে থাকাই বিএনপির লক্ষ্য।

আমিনুল হক বলেন, ডেঙ্গু রোগে আক্রান্তদের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, সে রক্তের জন্য ইতোমধ্যে আমাদের দল বিএনপির পক্ষ থেকে একটি ওয়েবসাইট খোলা হয়েছে এবং এতে হট লাইন ও নম্বর দেওয়া রয়েছে। ঢাকা মহানগরে আমাদের কাছে কয়েকশ রক্ত দানের ডোনার রয়েছে, যদি ডেঙ্গু রোগে আক্রান্ত কারও রক্তের প্রয়োজন পড়ে, তাহলে আমাদের কাছে তাৎক্ষণিক ফোন করা হলে সে রক্তের ব্যবস্হা আমরা করে দেব এবং সঙ্গে সঙ্গে তাদের কাছে রক্ত পৌঁছে যাবে।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, আনিছুর রহমান, যুবদল পল্লবী থানার সভাপতি নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, রূপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান, বিএনপিনেতা নুরুল মুকতাদির দিদার, জাসাস নেতা অ্যাড. লিটন, মহিলা দল পল্লবী থানা কমিটির সদস্যসচিব সৈয়দা দিলারা পলি, ছাত্রদল নেতা মো. ইব্রাহিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানইউ ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট কোচ হিসেবে চাকরি হারালেন আমোরিম

মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন বিএনপির প্রার্থী মিন্টু

বিয়ের প্রলোভনে ধর্ষণ-ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা, ঢাবিছাত্রকে খুঁজছে পুলিশ

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

বিএফআইইউ-ব্র্যাক ব্যাংক বোর্ডের মতবিনিময়

খালেদা জিয়ার শোক বইতে পাকিস্তান জমিয়ত আমিরের স্বাক্ষর

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পরীক্ষায় নকল করে যে শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৩ শিক্ষার্থী 

রূপগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

১০

নিউইয়র্কের কোর্টে তোলা হলো মাদুরোকে

১১

তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১২

জুলাই যোদ্ধা সুরভীর জামিন

১৩

কনকনে শীতে সড়ক থেকে উদ্ধার হওয়া সেই দুই শিশুর একজনের মৃত্যু

১৪

দুপক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২

১৫

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

১৬

১০৬টি পার্ক ও খেলার মাঠ রক্ষায় ডিএনসিসির কমিটি গঠন

১৭

খালেদা জিয়া ছিলেন রাজনীতির বাতিঘর : কবীর আহমেদ ভূইয়া

১৮

বগুড়ায় ৯ নেতাকে সুখবর দিল বিএনপি

১৯

সন্তানের পাপের কারণে মা-বাবার শাস্তি হবে কি না, যা বলছেন আলেমরা

২০
X