

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় গণসংযোগ এবং বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এস এন তরুণ দে।
শনিবার (১৫ নভেম্বর) জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭ আসনে দলীয় সম্ভাব্য প্রার্থিতা ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি ফাঁকা রাখা হয়েছে।
গণসংযোগকালে সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফুল করিম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান পলাশ ও হাজী আব্দুল মান্নান, সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম, সাবেক সহসভাপতি মো. রাকিব মিয়া, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির মিয়া, সদস্য সচিব মো. কামাল মিয়া ও যুগ্ম আহ্বায়ক মো. ইয়াহিয়া আহমেদ ও মো. বশির মিয়া, কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল রাকিব মিয়া, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুনায়েদ মিয়া ও মো. মাহবুব মিয়া, অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সুফি উদ্দিন, অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. কিবরিয়া ইসলাম, সরাইল উপজেলা তরুণ দলের আহ্বায়ক মো. সাদিকুল ইসলাম সাদেক, সদস্য সচিব মো. উজ্জ্বল মুন্সী, সরাইল উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম, সরাইল সদরের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন