কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের বিজয়কে আরও এগিয়ে নিতে হবে : গণতন্ত্র মঞ্চ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

যে কোনো পরিস্থিতির প্রেক্ষাপটে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিজয়কে আরও বৃহত্তর বিজয়ের দ্বারপ্রান্তে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে গণতন্ত্র মঞ্চ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে মঞ্চের সমন্বয়কারী মাহমুদুর রহমান মান্না এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘কনস্টিটিউশনের একেবারে ব্যাসিকলি অনেক কথাবার্তা শুরু হয়েছে। এটাকে খুবই যোগ্যতার সাথে সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য সরকার যদি এখন থেকে যথাযথ যত্নবান না হন, তাহলে সংকট বড় হতে পারে। আমরা মনে করি, এই সমস্যাও পার হওয়া সম্ভব। কিন্তু যদি ভুল হাতে পড়ে, ভুলভাবে এটাকে ব্যবহার করা হয় বা চেষ্টা করা হয়, তাহলে সেটা ক্ষতির কারণও হতে পারে। বর্তমান সরকার, সব স্টেকহোল্ডার, সচেতন মানুষসহ দেশবাসীর কাছে আবেদন করব- আমাদের এই বিষয়ের বিশাল অভ্যুত্থানের বিজয়কে আরও বৃহত্তর বিজয়ের দরজাতেই নিয়ে যেতে হবে। এখানে ব্যর্থ হবার সুযোগ নেই, হবারও কোনো কারণ নেই, যদি যোগ্যতা ও আন্তরিকতার সাথে এই কাজটা করতে পারি।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সংস্কার প্রক্রিয়া সম্পর্কে এই পর্যন্ত যেটাই হয়েছে সেটার মধ্যে যে খুব সঙ্গতি দেখতে পাচ্ছি, সেটাও নয়। সর্বশেষ সাক্ষাতে প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রস্তাব ছিল, ওনারাও এগ্রি করেছিলেন যে, সবার সাথে কথা বলেই তাদের প্রস্তাবনাটা তৈরি হবে। এখন মনে হচ্ছে- তা হচ্ছে না। তারা তাদের মতো করেই করছেন। আমাদের সাথে তো প্রথম থেকেই শুরু করতে হবে, সময় আরও বেশি লাগতে পারে। দুই মাসেও অন্তর্বর্তী সরকারের আমলাতন্ত্রে বিগত সরকারের লোকজন বসে থাকায় ক্ষোভ প্রকাশ করে মান্না বলেন, এটা ইতিহাস গ্রহণ করবে না। ছয় মাস পরে বলবেন যে, আমরা কিছুই করতে পারিনি, আর ছয় মাস পর্যন্ত তারা (বিগত সরকারের লোকজন) যা করার করবে; হাইকোর্টের মতো জায়গায় মিছিল করবে, এটা দেখার জন্যে মানুষ প্রস্তুত না।

তিনি বলেন, ১৫ বছর বিগত সরকার যেভাবেই হোক এতো অত্যাচার-নির্যাতন করেছে, মানুষ তাদের ওপর বিষে আছে। আমরা কোনো দলের প্রতি কোনো জাতি শত্রুতা করি না, কোনো দলকে বাদ দিয়েই করতে হবে সে রকমও বলি না। যখনই সরকার বলেন যে, অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ সরকার করতে চাই, গণতন্ত্র যে নির্মাণ করবে সেটাও অন্তর্ভুক্তিমূলক করব- আমরা সেটাও গ্রহণ করতে রাজি আছি।

মাহমুদুর রহমান মান্না বলেন, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে সরকারকে ফেলে দেবার জন্যে, গণতন্ত্রের পথ ব্যাহত করবার জন্যে কাজ করবে- সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবো না। তার মানে প্রশাসন হাতে নেই, পুলিশ হাতে নেই-কিছু করতে পারবে না। এই ব্যর্থতার দায় ইতিহাস তাদেরকেই দেবে। কারণ, তারা ক্ষমতায় আছে। এটা তাদের বুঝে নেওয়া উচিত।

এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের এই সমন্বয়কারী। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীন অবস্থায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভুঁইয়া, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকরের তারিখ চূড়ান্ত

সানওয়ে-জেজি হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

নতুন প্রজন্ম হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে : অর্থ উপদেষ্টা

গাজার জন্য গঠিত ‘বোর্ড অব পিসের’ গোপন নথি ফাঁস

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত

ভোটে যদি কেউ বাধা দেয়, তাহলে সে শেখ হাসিনা হয়ে যাবে : আসিফ নজরুল

আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

চুরি করতে গিয়ে ২ যুবকের করুণ পরিণতি

‘২০০৪ সালে কেঁদেছিলাম, এবারো একই দৃশ্যের পুনরাবৃত্তি হলো’

ঢাকার আর্চবিশপ হাউসে রাষ্ট্রদূতদের নিয়ে বড়দিনের পুনর্মিলনী

১০

চট্টগ্রামে র‍্যাবের ওপর হামলা, জিম্মি ৩ সদস্য

১১

ইকুরিয়া বিআরটিএতে অভিযান, কারাগারে ২ দালাল

১২

রাজশাহীতে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল 

১৩

ঋণ জালিয়াতি মামলায় পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

১৪

যে কৌশলে ৩৭ বছর পর ভারত-বধ

১৫

তারেক রহমানকে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে হবে : রিজভী

১৬

পাকিস্তানে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২১

১৭

র‍্যাবের অভিযানে ৭২০ পিস গুলিসহ এয়ারগান উদ্ধার

১৮

জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৯

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যিনি

২০
X