শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৯ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা অসীমের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, দাবি ভুক্তভোগীর

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাহিদ ইসলাম মনিকা। ছবি : কালবেলা
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাহিদ ইসলাম মনিকা। ছবি : কালবেলা

অবৈধভাবে জমি দখল ও জোরপূর্বক বাড়ি দখল সম্পর্কে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে নিয়ে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা বলেন, বিষয়টি নিয়ে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে জমির প্রকৃত মালিকরা এ দাবি করেন।

এতে জমির মালিক জাকেরা ইসলাম, নাসরীন সুলতানা, নাহিদ ইসলাম মনিকা, আবিদা ইসলাম, সরফুদ্দিন সোহাগ এবং তাবাসসুম ফেরদৌস শাওন উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম মনিকা বলেন, শুক্রবার পারভীন নামের এক নারী সংবাদ সম্মেলনে কোনো বিশেষ ব্যক্তির প্ররোচণায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিচ্ছন্ন রাজনীতিবিদ ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন- তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। অথচ আমি বা আমার পরিবারের কেউ এ বিষয়ে ব্যারিস্টার অসীমের স্মরণাপন্ন হইনি এবং আমার জানামতে তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

তিনি বলেন, এই বাড়ি ও জমি আমাদের, আমরা এর প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও তারা এখন পর্যন্ত বাড়িটি দখল করে আছে। সংবাদ সম্মেলন করলে আমরা করব। প্রকৃতপক্ষে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে আমার বাবা অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার বৈধভাবে ক্রয় করে উক্ত জমি ভোগ দখল করে আসতেছিল। কিন্তু কীভাবে পারভীন গংরা অবৈধভাবে কোনোরকম কাগজপত্র ছাড়া জমির মালিকানা দাবি করে এবং গত ১৪ সেপ্টেম্বর জোরপূর্বক সেই বাড়ি দখল করে আছেন সে বিষয়ে অবহিত করতেই আজকের এই সংবাদ সম্মেলন।

নাহিদ ইসলাম মনিকা বলেন, আমার বাবা অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার পারভীন গংয়ের মাকে দয়া করে সেখানে আশ্রয় সরূপ থাকতে দেয়। পরবর্তীতে তিনি দেখাশুনা করেন এবং প্রতি মাসের ভাড়া উত্তোলন করে আমার নিকট পৌঁছে দেবেন এবং এর বিনিময়ে তাদের থাকার জন্য একটি রুম দেওয়া হয়। এভাবেই চলে আসতেছিল। কিন্তু আমার বাবা ও মা মারা যাবার পরে তারা নানা রকম প্রতারণা করে বাড়িটি দখলের পাঁয়তারা করেন এবং বাড়িটিকে মাদকের আখরায় পরিণত করেন। পরবর্তীতে তাদের এই অপচেষ্টা রোধের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি থেকে আদালত পর্যন্ত গড়ায় এবং আমাদের বিরুদ্ধে থানায় ও আদালতে মিথ্যা মামলা দেয়। যা আইনগত প্রক্রিয়ায় মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করে ১৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি বিপ্লব সরকারের যোগসাজশে বিভিন্ন প্রকার হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা জোরপূর্বক আদায় করে এবং এই জমিতে আর কোনোদিন আসবে না বলে বাড়ি থেকে চলে যায়। এরপর আবার গত ২ বছর ধরে বাড়িটি নতুন করে মেরামত করে ভোগদখল করে আসতেছিল।

মনিকা বলেন, সংবাদ সম্মেলনে পারভীন দাবি করেন এই জায়গাটি সরকারি ও পরিত্যক্ত যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা যে এই সম্পত্তির মালিক তার যথাযথ দালিলিক প্রমাণাদি আমাদের কাছে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরন্ত গতিতে ছুটছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স

সিনিয়রদের পথে হাঁটতে ব্যর্থ প্রীতিরা

নিজেদের স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পাবনায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জে আবু জাফর আহমদের নির্বাচনী প্রচারণা শুরু

গাইবান্ধায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙামাটিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কালবেলার ৩য় বার্ষিকী উদযাপন

গোপালগঞ্জে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

সব ব্যাঙ এক পাল্লায় ওঠানো যাবে না : মির্জা আব্বাস

১১

সাংবাদিক লাঞ্ছনায় প্রতিবাদ সমাবেশ

১২

জুলাই সনদে সই না করার ব্যাখ্যা দিলেন সারোয়ার তুষার

১৩

নোয়াখালীতে বর্ণিল আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

‘জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কালবেলা’

১৫

নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে রাজনৈতিক নেতাদের প্রধান উপদেষ্টার আহ্বান

১৬

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঘরে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা

১৭

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সেমিনার অনুষ্ঠিত

১৮

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

২০
X