কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

৮ নভেম্বর স্মরণকালের সেরা র‍্যালি করবে বিএনপি : আমিনুল হক 

ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির সাংগঠনিক যৌথসভায় বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির সাংগঠনিক যৌথসভায় বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপি আগামী ৮ নভেম্বর রাজধানীতে দেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‍্যালি করতে চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের নতুন আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, ৮ নভেম্বরের বর্ণাঢ্য র‍্যালি নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। থানা, ওয়ার্ড ও ইউনিটের সকল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি সফল করতে হবে। ওইদিন কেউ ঘরে বসে থাকবেন না।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির সাংগঠনিক যৌথসভায় সভাপতির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করবে বিএনপি।

আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে সংগঠনকে ধরে রেখেছেন। আজকে দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ওপরে বিশ্বাস ও আস্থা রেখে আমাদের কমিটি দিয়েছেন। আমরা প্রত্যেকেই ঈমানি দায়িত্ব মনে করে তা পালন করবো, ইনশাআল্লাহ। আমরা সকলেই পরিপূর্ণ সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করবো। দলের সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।

তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, সেটা হলো- একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনে আমরা কীভাবে এখন থেকেই প্রস্তুতি নিতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। কীভাবে সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা যায়, এ দেশের মানুষের যে প্রত্যাশা, এ দেশের জনগণ যে বিএনপিকে ভালোবাসে, জাতীয়তাবাদী আদর্শকে ভালোবাসে, বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষকে ভালোবাসে- সেই ধানের শীষকে কীভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা, আমরা কীভাবে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি- সেই বিষয়গুলো সামগ্রিকভাবে চিন্তা-বিবেচনায় নিয়ে আমাদের আগামী দিনের কমিটিগুলোকে ঢেলে সাজাতে হবে।

অন্তর্বর্তী সরকারের কাছে আহবান জানিয়ে আমিনুল হক বলেন, গত ১৫ বছর ধরে এ দেশের জনগণ ভোট দিতে পারেনি। জনগণ ভোট দিতে চায়। তাই অতি দ্রুত সময়ের ভিতরে দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক (দপ্তর) এবিএমএ রাজ্জাকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি।

সভায় ঢাকা মহানগর বিএনপি নেতা আখতার হোসেন, হাজি মো. ইউসুফ, সাবেক কাউন্সিলর আলী আকবর, তহিরুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর মোল্লা, মিজানুর রহমান বাচ্চু, ফয়েজ উল্লাহ ফরু, আবুল হাশেম, আফতাব উদ্দিন জসীম, হানিফ মিয়া, আবুল হোসেন আব্দুল, হুমায়ুন কবির রওশান, হাফিজুর রহমান শুভ্র, মাহাবুব আলম মন্টু, আব্দুস সালাম সরকার, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক লাইলী বেগম, উত্তরা-পশ্চিম থানা বিএনপির নেতা মো. আব্দুস ছালাম, উত্তরখান থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান মেম্বার, পল্লবী থানা বিএনপির আহবায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, আব্দুর রহমান, রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, শেখ হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

এছাড়া বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এনায়েতুল হাফিজ, এম এস আহমাদ আলী, মীর কামাল, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ খোকা, জহিরুল ইসলাম, মো. চান মিয়া, আলী আহমদ, দক্ষিণখান থানা বিএনপি যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার, দেওয়ান মো. নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন জমিদার, উত্তরা-পূর্ব থানা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান, আদাবর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেক হোসেন স্বাধীন, কামাল হোসেন সরকার, কাফরুল থানা বিএনপির যুগ্ম আহবায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, ক্যান্টেনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. শফিকুর রহমান রতন, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাড মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওসমান গনী সেন্টু, তেজগাঁও থানার ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাশেম মিয়া, আদাবর থানার ৩০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বিশ্বাসসহ ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

উৎপাদন বাড়াতে ৫০০ কৃষক পেলেন বোরো ধানবীজ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / কমছে রোগীর সংখ্যা, বন্ধ সিজারিয়ান অস্ত্রোপচার

কনকনে শীতে বিপাকে পঞ্চগড়ের মানুষ, তাপমাত্রা ১২ ডিগ্রি

শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১২ ডিসেম্বর : নামাজের সময়সূচি

১২ ডিসেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

ফেসবুক-ইনস্টাগ্রাম কি স্বাভাবিক হল?

‘তারুণ্যের শক্তিই দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দেবে’

১০

তেঁতুলিয়া সীমান্তে নারীসহ আটক ৫ বাংলাদেশি

১১

কাজ করছে না ফেসবুক-ইনস্টাগ্রাম

১২

ভাসানী এক মহীরুহের অগ্নিক্ষরা সংগ্রামী জীবন : বাংলাদেশ ন্যাপ

১৩

ট্রাকচাপায় নিহত ২ মোটরসাইকেল আরোহী

১৪

নির্বাচনের আগে দুটি বিষয়ের সমাধান চান জামায়াত আমির

১৫

আসিফ নজরুলকে ‘র’ এজেন্ট বলায় আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

১৬

আপনাদের স্বার্থ নিয়ে থাকেন, ভারতকে মো. শাহজাহান

১৭

শিশুকে ‘ধর্ষণের পর হত্যা, ধর্ষককেও’ পিটিয়ে মারলেন এলাকাবাসী

১৮

বিশ্বমানের শিক্ষার সুযোগ দিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি

১৯

নওগাঁয় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

২০
X