কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ওলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা, হেফাজতে ইসলামের নিন্দা 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রোববার (১ ডিসেম্বর) ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে মোহাম্মাদ যুবায়ের হোসাইন নামের সাদপন্থি এক ব্যক্তি দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারাসহ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত শূরায়ী নেজামের অধীনে চলা তাবলিগি সাথী ভাইদের বিরুদ্ধে দায়ের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলার ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি অবিলম্বে মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

বিবৃতিতে শায়েখ সাজিদুর রহমান বলেন, আমিরে হেফাজত আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, হেফাজতের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, ঢাকা মহানগর মিরপুর জোনের সদস্য সচিব মাওলানা লোকমান মাজহারী, বিশিষ্ট দা’ঈ আলেমেদ্বীন মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি জাফর আহমাদ এবং তাবলিগের দায়িত্বশীল সাথী ভাই ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্নার নামে সাদপন্থি মোহাম্মাদ যুবায়ের হোসাইন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে গতকাল মিথ্যা মামলা করেছে।

তিনি বলেন, আমরা এ ঘটনায় যারপরনাই হতবাক ও মর্মাহত হয়েছি। হয়রানিমূলক এই মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে দায়েরকৃত মানহানিকর এই বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান করছি।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন মিডিয়া মারফত জানতে পেরেছি, মহামান্য কোর্ট আগামী ১৪ জানুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। দেশকে যখন পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসররা অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, ঠিক সে সময়ে দেশের সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরামদের দেশে-বিদেশে হেয়প্রতিপন্ন করার জন্য চরম আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে মিথ্যা মামলা দায়ের করেছে সাদপন্থি মোহাম্মাদ যুবায়ের হোসাইন। দেশকে অস্থিতিশীল করতে এই ব্যক্তির উদ্দেশ্যপ্রণোদিত স্বার্থের ব্যাপারে আমরা বিশেষভাবে বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করছি।

মহাসচিব বলেন, আজকের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সরকারকে আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি, আজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মদদপুষ্ট একদল যড়যন্ত্রকারী বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং বর্তমান সরকারকে ব্যর্থ ও অকার্যকর প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তারা আজ নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ও পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করছে। তাই এদের সব অপচেষ্টা রুখতে এবং অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা ও বিপর্যয় এড়াতে নির্বাহী আদেশের মাধ্যমে ওলামায়ে কেরামসহ তাবলিগের দাঈ ভাইদের নামে দায়ের মানহানিকর ও অপবাদমূলক মিথ্যা মামলা বাতিল করার জন্য সরকারের উপদেষ্টামণ্ডলীর নিকট জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, এই ষড়যন্ত্রকারীদের দেশ-জাতি ও আলেম-ওলামাবিরোধী সব চক্রান্ত এখনই বন্ধ করতে হবে। সরকার যদি এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে দেশের সাধারণ ছাত্র সমাজ, ইসলামপ্রিয় তৌহিদি জনতা এবং দেশপ্রেমিক আপামর জনগণ এর প্রতিবাদে মাঠে নামতে বাধ্য হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৪৮৯ পদ সৃজনের সিদ্ধান্ত

ব্যাটে-বলে নিষ্প্রভ সাকিব, তবু জয় পেয়েছে তার দল

নতুন এমপিও নীতিমালা প্রকাশ, এল বড় পরিবর্তন

বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স গিয়ে পড়ল পুকুরে, অতঃপর...

অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের

শ্যালিকার বাসা থেকে গ্রেপ্তার বলিউড পরিচালক

যোগদান করেই যে নির্দেশনা দিলেন চট্টগ্রামের নতুন এসপি

মামলার বিষয়ে শিশির মনিরের প্রতিক্রিয়া

বাংলাদেশে সৎ নেতার অভাব : এটিএম আজহার

কবরে মিলল বস্তাভর্তি একনলা বন্দুক-পাইপগান

১০

জনগণের আমানত মনে করে সেতুর কাজ করতে হবে : উপদেষ্টা সাখাওয়াত

১১

ইংল্যান্ডের হারের পেছনে ম্যাককালামের অদ্ভুত অজুহাত

১২

দেশের মানুষের বিপদে বেগম খালেদা জিয়া সবসময় পাশে দাঁড়িয়েছেন : মিনু

১৩

চাঁদাবাজির মামলায় নওরোজ সম্পাদক দুররানী কারাগারে

১৪

নির্বাচনে যত বিলম্ব হবে তত শঙ্কা বাড়বে : মান্না

১৫

মুক্তিযোদ্ধা দম্পতির খুনিদের দ্রুত শাস্তির দাবি এটিএম আজহারের

১৬

কর্মকর্তা-কর্মচারীদের জনসেবায় মনোযোগী হওয়ার আহ্বান চসিক মেয়রের

১৭

জব্দ সার অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ

১৮

বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে : আমীর খসরু

১৯

আবারও দেশসেরা ক্রেডিট রেটিংয়ে ব্র্যাক ব্যাংক

২০
X