কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদের হোতা আ.লীগের বিচার হবেই হবে : প্রিন্স

গণবিপ্লবে আহত ও তাদের পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎ করেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
গণবিপ্লবে আহত ও তাদের পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎ করেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

গণবিপ্লবে আহতদের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যাসিবাদের হোতা আওয়ামী লীগের বিচার হবেই হবে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের ঋণ পরিশোধ করা হবে। এত আত্মত্যাগ বৃথা যাবে না।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ময়মনসিংহের ধোবাউড়ায় ছাত্র-গণবিপ্লবে আহত ও তাদের পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ফ্যসিস্ট হাসিনার পতনের আন্দোলনে অংশ নিতে যেয়ে যারা জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত হয়েছেন তারা জাতীয় বীর। ১৫ বছরের আন্দোলনের প্রেক্ষাপটে ৫ আগস্ট হাসিনার পতন হয়েছে। ফ্যাসিবাদ পতনের আন্দোলন জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনে নিহত, আহতদের বিষয়ে ব্যক্তিগত ও দলীয়ভাবে পদক্ষেপ নিয়েছেন। আন্দোলনে নিহত ও আহতদের বিএনপি পরিবারের সদস্য হিসেবে আমরা মনে করি। তারেক রহমানের নির্দেশে দলীয় নেতাকর্মীরা নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন ও সহযোগিতা করছেন, নিহতদের কবর জিয়ারত করছেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করছেন।

তিনি আরও বলেন, জনগণের রায়ে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জুলাই-আগস্টসহ ১৫ বছরে আন্দোলন-সংগ্রামে নিহতদের যথাযথ স্বীকৃতি, তাদের পরিবারসহ আহতদের পরিবারকে সহায়তা প্রদান ও প্রয়োজনীয়তা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা, নিহতদের স্মৃতি ধরে রাখতে পদক্ষেপ গ্রহণ, প্রয়োজন অনুযায়ী আহতদের আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রদান ও প্রতি বছর ৫ আগস্ট পালন করা হবে এবং ফ্যসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো মেরামত করে সাম্য, মানবিক, ন্যায় বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান গাজীউর রহমান, বিএনপি নেতা আবদুল কুদ্দুছ, সোলায়মান সরকার, আবদুস শহিদ, মোমতাজ উদ্দিন, এ বি সিদ্দিক হোসেন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্য সচিব কামরুল হাসান সুমন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জালাল উদ্দীন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, কলেজ ছাত্র দলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সদস্য সচিব আল মামুন, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব হাসান শাহ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক, সদস্য সচিব শামীম ইসলাম উপস্থিত ছিলেন ।

এ ছাড়াও এমরান সালেহ প্রিন্স আজ দুপুরে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় যোগ দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি পালন করতে সকলের প্রতি আহ্বান জানান। সন্ধ্যায় তিনি কলসিন্দুরের গামারীতলা ইউনিয়ন ও চারুয়াপাড়ায় দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বারবার জটিলতা তৈরি করা হচ্ছে : এবি পার্টি

গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কাগজের কাপে চা-কফি খাচ্ছেন? পিছু নিতে পারে ভয়াবহ যেসব রোগব্যাধি

‘কোরআন অবমাননা’ / সেই অপূর্বর বিরুদ্ধে যে ব্যবস্থা নিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

ভারতে ছোট পোশাক পরায় মডেলদের শাসাল হিন্দু সংগঠন

বিসিবি নির্বাচন ঘিরে প্রভাব খাটানোর অভিযোগ, যা বললেন বুলবুল

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের নিথর দেহ

বিসিটিআইয়ের স্বল্পমেয়াদি কোর্সের সনদ পেলেন ৬০ প্রশিক্ষণার্থী

কয়েক মিনিটের ভয়াবহ ঘূর্ণিঝড়, বিধ্বস্ত একাধিক গ্রাম

রুয়েটের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি

১০

রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন নিয়ে আইনি নোটিশ

১১

ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে পদায়ন

১২

বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে : ফখরুল ইসলাম

১৩

কাঁচামরিচের কেজি ৩৬০ টাকা

১৪

ঐকমত্য কমিশনের আলোচনা ৮০ শতাংশ ইতিবাচক : রাশেদ খান

১৫

হ্যান্ডশেকের পর এবার ভারত-পাকিস্তান ম্যাচে টস বিতর্ক

১৬

একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ

১৭

কোরআন অবমাননাকারীকে আইনের আওতায় আনতে হবে : মাওলানা রাব্বানী

১৮

গাজায় পৌঁছাতে পারেননি শহিদুল আলম, জানালেন সর্বশেষ পরিস্থিতি 

১৯

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

২০
X