কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের কেউ হুমকি দিলে আমাদের জানাবেন : সারজিস

মতবিনিয় সভায় সারজিস আলম। ছবি : সংগৃহীত
মতবিনিয় সভায় সারজিস আলম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘এর আগে সাংবাদিকরা চাইলেও সত্য প্রকাশ করতে পারেনি। এখন সত্য বলার দিন আসছে, কিন্তু এখনো যদি আমরা কুক্ষিগত হয়ে যাই, এ সুযোগ বারবার আসবে না। সাংবাদিকরা যদি সত্য তথ্য প্রকাশ করতে গিয়ে কোনো জায়গায় কোনোভাবে হুমকি বা হয়রানির শিকার হন, তাহলে আমাদের জানাবেন, আমরা এক হয়ে লড়ব।’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি নেতা তৈরিতে ভূমিকা রাখবে। মতপার্থক্যের জন্য খুনি হাসিনার দোসররা সুযোগ নিচ্ছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্র রয়েছে। সচিবালয়ে যে আমলারা ছিল, খুনি হাসিনা ওই সব চেয়ারে বসিয়ে রেখেছিল, সেটির প্রমাণ গতকাল রাতের আগুন। চাঁদাবাজি-দখলদারত্ব ও মামলা-বাণিজ্যের জন্য জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে এত মানুষ প্রাণ দেয়নি।’

সারজিস বলেন, ‘আমরা জানি ঠাকুরগাঁওয়ে মামলা বাণিজ্য হচ্ছে। মামলায় নাম না দেওয়ার জন্য একবার টাকা নেওয়া হয়, আর মামলা থেকে নাম কাটানোর জন্য একবার টাকা নেওয়া হয়। ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। বড় বড় ব্যবসায়ীদের রাতের বেলায় বাসায় ডেকে আনা হয়, ওখান থেকেই টাকার পরিমাণ ঠিক করা হয়। এগুলোর জন্য তো এত মানুষ জীবন দেয়নি! যেভাবে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও দখলদারত্ব শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে, মনে করব এ গণঅভ্যুত্থানকে পুঁজি করে টিস্যুর মতো ব্যবহার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি শক্তি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটি কাজ করবে। জাতীয় নাগরিক কমিটির কাজ হলো লিডার তৈরি করা। আগামীর বাংলাদেশে কীভাবে আরও পরিচর্যা করা যায়, সেই কাজই জাতীয় নাগরিক কমিটি সে তার জায়গা থেকে করবে।’

সংস্কার নিয়ে সারজিস আলম বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার আমলে কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে হয়নি। তাই আমরা চাই আগামী নির্বাচন যেন শেখ হাসিনা মার্কা নির্বাচন না হয়, সে জন্য সংস্কার প্রয়োজন। তবে সংস্কার একটি সময়সীমার মধ্যে করতে হবে। সংস্কার করতে গিয়ে নির্বাচনের সময় যাতে ফুরিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্যাতিত হয়েছেন, জেলে গেছেন। তবে নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলকে সময় দেওয়া উচিত, যাতে তারা দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসি সচিবের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

হলুদিয়া জয়া!

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ স্যানিটারি মিস্ত্রি আহত 

৩ আফগান ক্রিকেটারের মৃত্যুর ঘটনার পর যা বললেন আফ্রিদি

মিষ্টি ও জাঙ্কফুডের ক্রেভিং কমাতে ১১ সহজ টিপস

কেন মুম্বাই ছাড়ছেন পরীণীতি?

আজ নতুন বন্ধু পাতানোর দিন

ভয়াবহ আগুনে পুড়ল ১৭ দোকান

পাকিস্তানে সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া

১০

আরও ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে তারকা ফরোয়ার্ড

১১

চোখের ৫ লক্ষণ যেগুলো হালকাভাবে নিলে হতে পারে বিপদ

১২

পারমাণবিক প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার

১৩

সিটি গ্রুপে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১৪

ইয়েমেনে জাতিসংঘ ভবনে হামলা

১৫

কোন অতীত ভুলতে পারছেন না সাইফ আলি খান?

১৬

টি-টোয়েন্টি লিগে নতুন ভূমিকায় তামিম

১৭

ব্রাজিল / গভীর রাতে নিয়ন্ত্রণ হারাল বাস, নিহত ১৫ 

১৮

শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

রণবীর-আলিয়ার আলিসান বাড়িতে গৃহপ্রবেশ 

২০
X