কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র এখনো থেমে নেই : আমিনুল হক 

ষড়যন্ত্র এখনো থেমে নেই : আমিনুল হক 
মিরপুর পল্লবীর ৭ নম্বর সেকশনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। ছবি : কালবেলা

বাংলাদেশে এখনো আওয়ামী প্রেত্মাতারা আছে দেখেই ষড়যন্ত্রের গন্ধ আমরা পাই এ মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

সোমবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে মিরপুর পল্লবীর ৭ নম্বর সেকশনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী প্রেত্মাতাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনের জায়গাগুলোতে বসে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু গত জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করে দেশ স্বৈরাচার মুক্ত করলাম; এখনো যদি আমাদের আবারও সেই যড়যন্ত্রের মুখোমুখি হতে হয়, তাহলে আমরা কেন এত বছর যুদ্ধ ও সংগ্রাম করলাম!

আওয়ামী প্রেত্মাতাদের সঙ্গে রেখে এই অন্তর্বর্তী সরকার কাজ করে চলেছেন বলে অভিযোগ করে তিনি আরও বলেন, এটা আমাদের জন্য সামনে কোনো সুখকর কিছু বয়ে আনবে না।

আমাদের আরও কঠিন পথ পারি দিতে হবে উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা ভেবেছিলাম সংগ্রাম শেষ হয়ে গেছে। কিন্তু সংগ্রাম এখনো শেষ হয়নি। আমাদের সবার বেঁচে থাকার জন্য এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল ও সহনশীল অবস্থায় ফিরে আনার জন্য আমাদের আরও সংগ্রাম ও প্রয়োজনে যুদ্ধ করতে হবে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে এদেশের মানুষের যে প্রত্যাশা-সেই প্রত্যাশা কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি; অনেক ঘাটতি রয়ে গেছে বলে তিনি তার বক্তব্যে যোগ করেন।

তিনি বলেন, একটি ইসলামি দলের নেতা সম্প্রতি বলেছেন,‘তারা চাঁদাবাজি দেখতে চান না’। আমরা বলতে চাই- ‘চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে আমরা জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে যাচ্ছি। কারণ- আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়- চাঁদাবাজি দখলদারি লুটপাটের বিষয়ে গত ৫ আগস্টের পর থেকে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি।’

বিএনপি অন্য কোনো দলের মতো না, বিএনপি সবসময় এ দেশের মানুষের কথা চিন্তা করে রাজনীতি করে বলেও বক্তব্যে উল্লেখ করেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম শাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা বিএনপি নেতা মাহফুজ হোসেন সুমন, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, গোলাম কিবরিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ, সাধারণ সম্পাদক আউয়াল ইসলাম তপন, সিনিয়র সহসভাপতি মো. এনামুল হক, রূপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, শ্রমিকদল পল্লবী থানা সভাপতি বশির উদ্দিন, যুবদলের আনোয়ার হোসেন, জামাল হোসেন বাপ্পি, ৬ নং ওয়ার্ড সহসভাপতি শাহ আলম সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল মিঝি, সহসাংগঠনিক মোহাম্মদ আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

পাথরের জন্য মাইকিং, ডেডলাইন ২৬ আগস্ট

‘চোখের সামনেই আমার ছেলেটার মৃত্যু হয়েছে’

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

যশোর-৬ আসন অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

টেকনাফ সীমান্তের ওপারে আবারও গোলাগুলি, এপারে আতঙ্ক

চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি স্থান হবে কারাগার : নীরব

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

১০

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো

১১

আবারও ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

১২

উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কি না জানালেন বাবা আজিজুর

১৩

‘ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু ছোঁয়াকে আছড়ে হত্যা করে ফুপাতো ভাই’

১৪

সড়ক পরিহার করে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

১৫

আমরা সবাই বাংলাদেশি, এর বাইরে কোনো পরিচয় নেই : জিলানী

১৬

জামদানি পল্লী পরিদর্শনে উপদেষ্টা ফরিদা আখতার

১৭

উৎসবমুখর পরিবেশে নর্দান ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

১৮

বাংলাদেশ থেকে লক্ষাধিক টাকা বেতনে নার্স নেবে কুয়েত

১৯

সংবিধানের ওপরে জুলাই সনদ প্রাধান্য পেতে পারে না : গণফোরাম

২০
X