কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০৯:০১ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিদের ষড়যন্ত্র কাজে আসবে না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পুরোনো ছবি

বাংলাদেশ ধ্বংস করার জন্য বিদেশিদের ষড়যন্ত্র কাজে আসবে না মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, যেখানে অভ্যন্তরীণ সংঘাত থাকে ষড়যন্ত্র সেখানে কাজে লাগে। এ দেশে অভ্যন্তরীণ সংঘাত খুব কম। সুতরাং এখানে কিছু হবে না। আমরা দেশটা ধ্বংস করতে চাই না। দেশ ধ্বংস হোক সেটা বিএনপি চাইবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শক্ত অবস্থানে আছি। শক্ত অবস্থানে থাকলে বিদেশি বিভিন্ন রকম ষড়যন্ত্র কাজে লাগবে না। আমরা যদি দেশবাসী ঐক্যবদ্ধ থাকি, কোনো ষড়যন্ত্র এখানে কাজ হবে না।

বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসবে বলে বিশ্বাস করেন জানিয়ে ড. মোমেন বলেন, বিএনপি তাদের অতীতের ভুল বুঝতে পারবে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি এক সিটের জন্য দুই থেকে তিনজন প্রার্থী দিয়েছে। এবার তারা তাদের ভুল বুঝবে। প্রতি সিটে একজন প্রার্থী দেবে। তাহলে তাদের অবস্থান আরও ভালো হবে। গণতন্ত্রে বিশ্বাস রাখলে তারা নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবে। এবারের সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হবে বলেও জানান তিনি।

ভারতের হিন্দুস্থান টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দলের বিপরীতমুখি অবস্থানের কারণে সামরিক শাসন উত্থানে আশঙ্কা করা হয়। এমন আশঙ্কা উড়িয়ে দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে, বিএনপি বড় বড় মিটিং করে। শুনেছি, ওরা টাকা দেয়; লোক আসে।

ব্রিকসে বাংলাদেশের সদস্য পদ প্রসঙ্গে মন্ত্রী জানান, এবার সদস্য না হলেও বিষয়টি আলোচনা হবে। আগামী ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাবেন।

ব্রিকসের সাইডলাইনে ভারতের সঙ্গে সরকারপ্রধানের কোনো বৈঠক হবে কিনা জানতে চাইলে ড. মোমেন জানান, দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

রোহিঙ্গা দায় বাংলাদেশের ওপর চাপাতে চায় পশ্চিমা বিশ্ব- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারকে চাপ দেওয়ার পরিবর্তে বাংলাদেশের ওপর দায় চাপাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। পশ্চিমা বিশ্বে শরণার্থী হিসেবে যারা যায় তারা ওই দেশে থেকে যায়। সেখানে প্রত্যাবাসনের দৃষ্টান্ত নেই। তাই পশ্চিমা দেশগুলোর ধারণা, আসছে যখন এখানে এবজর্ব করবে। মার্কিন দুই কংগ্রেসম্যানও বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গাদের কাজের প্রশিক্ষণ দিয়ে রেখে দেওয়ার প্রস্তাব দিয়েছে। আমরা জানিয়েছি, আমরা ঘনবসতি দেশ। প্রতি বছর এখানে ২০ লাখ নতুন মানুষ কর্মসংস্থানের জন্য যুক্ত হয়। আপনারা তাদের নিয়ে যান।

মন্ত্রী বলেন, দুই কংগ্রেসম্যানকে বলেছি, রোহিঙ্গারা চায়, তারা নিজের দেশে ফিরে যাবে। মিয়ানমারও আমাদের শত্রু নয়, প্রতিবেশী দেশ। সেখানে সমস্যা ছিল। আমরা চেষ্টা করছি প্রত্যাবাসনে। আপনারা আন্তর্জাতিক সম্প্রদায়ও এ ব্যাপারে সরব হোন।

আগামী ২৫ আগস্ট রোহিঙ্গাদের এ দেশে আসার দুই বছর হবে। এর আগে স্বল্প আকারে পাইলট প্রত্যাবাসনের উদ্যোগের বাস্তবায়ন হবে কিনা জানতে চাইলে ড. মোমেন বলেন, দু’বার তারিখ দিয়ে প্রত্যাবাসন শুরু করা যায়নি। তাই এ নিয়ে বলতে পারব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

জাতীয় ছাত্র-শক্তি নেতার পদত্যাগ

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

১০

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

১১

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

১২

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

১৩

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১৪

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১৫

বাস উল্টে নিহত ২

১৬

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

১৭

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১৮

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

১৯

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

২০
X