কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:০৭ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয় : রিজভী

বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অনেক রক্ত ঝরানো, রক্তাক্ত পিচ্ছিল পথে আপনি ক্ষমতায় বসেছেন। আপনাকে সমর্থন করেছেন দেশের প্রত্যকটি রক্তাক্তমনা মানুষ, প্রত্যকটি গণতান্ত্রিকমনা রাজনৈতিক দল। আপনার দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ নিশ্চিত করা। কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১ টায় রাজধানী তুরাগের রানাভোলা ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গত ১৫ বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে এমন একটি পুলিশী রাজত্ব তৈরি করেছিলেন। যেখানে মানবাধিকার, মানুষের মৌলিক অধিকার, মানুষের নাগরিক স্বাধীনতা, মানুষের ব্যক্তি স্বাধীনতা সম্পূর্ণ হরণ করে একজন সম্রাজ্ঞী একজন রানীর মতো তিনি বাংলাদেশের প্রধান মন্ত্রী হয়েছেন।

আজ সেই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পেয়েছি উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের যেন আর পুনরাবৃত্তি না হয়। সেই ভয়াবহ দুঃশাসন যেন বাংলাদেশে আর কখনো না আসে।

তিনি বলেন, আওয়ামী লীগ যা করেছে বিএনপি তার উল্টোটা করবে। মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাবে বলে তিনি আশা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, গত ১৭ বছর আমরা যেভাবে নির্যাতিত হয়েছি। আমাদের লাখ লাখ নেতাকর্মী হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। আমাদের অনেক ভাই ও বোনেরা গুম হয়েছে, খুন হয়েছে। গত ১৭ বছরে আমরা বহু লাশ দেখেছি।

তিনি বলেন, এদেশের জনগণের আন্দোলনের ফসল হলো এই সরকার, এই সরকারের কাছে আমরা আহ্বান করবো খুব দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বলেন, শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে, আমরা তা করতে চাই না। আমরা জনগণের ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে চাই।

তিনি বলেন, আমরা প্রতিহিংসা পরায়ন নই, আমরা ভ্রাতৃত্বের বাংলাদেশে বিশ্বাস করি, আর সেই আলোকেই আমাদের ৩১ দফা। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সেই আলোকে কাজ করে যাচ্ছি। আমরা চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক সিস্টেমের পতন।

তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. চান মিয়া বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পশ্চিম থানা বিএনপির অন্যতম নেতা মো. আব্দুস ছালাম, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ খোকা, হাজী জহিরুল ইসলাম, আলী আহমেদ, উত্তরাপূর্ব থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ ইসলাম চন্দন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান, বিমানবন্দর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আহমেদ খান, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ করব না : লুৎফুজ্জামান বাবর

প্রিন্স রূপে শাকিব খান

‘আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম’

ফ্যাসিবাদী আমলের মামলায় জুলাইযোদ্ধা তরিকুল কারাগারে : ছাত্র-জনতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া 

পিনাকীকে বললেন রাশেদ : আপনি ইসলামিক মূল্যবোধ প্রচার করেন কিন্তু কেন ইসলাম গ্রহণ করেননি

হাসিনার বক্তব্য প্রচার নিয়ে অন্তর্বর্তী সরকারের কড়া বার্তা

ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী?

গুদামে মজুত ছিল সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল

রক্তচাপ সম্পর্কে যা জানা জরুরি

লুটপাট-চাঁদাবাজি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই : মুজিবুর রহমান

১০

 ১০ হাজার ‘বীর’ সেনাকে সম্মান জানালেন কিম

১১

সাংবাদিক বিভুরঞ্জন সরকার ‘নিখোঁজ’ 

১২

নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯

১৩

ছাত্র আন্দোলনে সমর্থন জানিয়ে দেশ ছাড়ার মতো অবস্থায় তারকা খেলোয়াড়

১৪

নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার লাভবান হবে : ডা. জাহিদ 

১৫

থানা হাজতে যুবকের মৃত্যু, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

১৬

সাড়ে ১০ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

১৭

বাড়িভাড়ার কথা বলে ঘরে প্রবেশ, হাত-পা বেঁধে লুটের পর বৃদ্ধাকে হত্যা

১৮

লরি উল্টে প্রাইভেটকারের ওপর, নিহত ৪

১৯

‘২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় থাকবে সাদা পাথর এলাকা’

২০
X