কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বেহায়াপনা থেকে তরুণ প্রজন্মকে বের করতে হবে : রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সংস্কৃতির নামে বেহায়াপনা থেকে তরুণ প্রজন্মকে বের করে আনতে হবে।

রোববার (২৬ জানুয়ারি) সকালে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাংস্কৃতিক পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া হলে, এ দেশকে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হবে ছাত্র ও যুবসমাজকে। ইসলামী সংস্কৃতি ও জ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশকে বিশ্ববাসী অনুসরণ করবে এমন কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করা হবে।

সংস্কৃতির নামে বেহায়াপনা থেকে তরুণ প্রজন্মকে বের করে আনতে হবে মন্তব্য করে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সিনেট সদস্য রফিকুল ইসলাম খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ইসলামী সংস্কৃতি থেকে দেশকে বের করে বিজাতিদের সংস্কৃতির দিকে তরুণ প্রজন্মকে ঢুকিয়ে দিয়েছে। সংস্কৃতির নামে বেহায়াপনার মাধ্যমে ছাত্র তরুণ ও যুবসমাজকে বিপথগামী করেছে। কারণ এই যুবসমাজ যদি ইসলামী সংস্কৃতি ও জ্ঞানের মাধ্যমে আলোকিত মানুষ হয়ে ওঠে তবে আওয়ামী লীগ দেশে ভারতীয় আধিপত্য বিস্তার করতে পারবে না। কেবল ভারতীয় আধিপত্য বিস্তারের জন্যই বাংলাদেশের তরুণ প্রজন্মকে বেহায়াপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আজকের বাংলাদেশে সবচেয়ে বড় সংকট নেতৃত্বের সংকট, সততার সংকট, যোগ্যতার সংকট। এসব সংকট নিরসনে ছাত্র এবং তরুণদের এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে সৎ, যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করার ফলে জামায়াতে ইসলামীর নেতারা যখন যেখানে নির্বাচিত হয়েছে, জনগণের দায়িত্বকে আমানত হিসেবে পালন করেছে। কোথাও এক পয়সারও দুর্নীতি জামায়াত নেতারা করেনি। আগামীতেও জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত বাংলাদেশ গঠন করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বে ছাত্র ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ট্রাস্টের সেক্রেটারি বর্ষীয়ান আলেমেদ্বীন শায়খুল হাদিস আল্লামা যাইনুল আবেদীন, তামিরুল মিল্লাতের এক ঝাঁক সাবেক স্কলার যথাক্রমে- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শামসুল আলম, ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নুরুল হক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ডক্টর মুহাম্মাদ অলিউল্লাহ, ছাত্র সংসদের ভিপি হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, কাজী আতিকুর রহমান, মুফাসসির আবুল কাশেম গাজী, মুফাসসির জাকির হোসেন শেখ, প্রফেসর মাওলানা আব্দুস সামাদ, স্বাগত বক্তব্য দেন সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর মিজানুর রশিদ প্রমুখ।

ছাত্র সংসদের জিএস তোফায়েল আহমেদ এবং হাফেজ খালেদ সাইফুল্লাহ বকশির সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ ছাত্র-শিক্ষক-অভিভাবকের পদচরণায় মুখরিত ছিল তামিরুল মিল্লাত প্রধান ক্যাম্পাস ময়দান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

যশোরে চিকিৎসাধীন বিএনপি নেতার মৃত্যু

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

আকাশপ্রেমীদের জন্য এ মাসে দারুণ খবর

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে : এফএও

১২

টিভিতে আজকের যত খেলা

১৩

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

১৪

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

১৫

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

১৬

৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৭

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

১৯

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

২০
X