কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০১:০২ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০১:০৩ এএম
অনলাইন সংস্করণ

সরকার পতন ব্যতীত জনগণের মুক্তি নেই : ভিপি নুর

বিক্ষোভ সমাবেশে ভিপি নুর। ছবি : কালবেলা
বিক্ষোভ সমাবেশে ভিপি নুর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ব্যতীত জনগণের মুক্তি নেই। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে এক হতে হবে। না হলে আলেম-ওলামা, রাজনীতিবিদ কারো রক্ষা নেই।

শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে এক গণমিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

গণঅধিকার পরিষদের নেতা মশিউর রহমান, ছাত্র অধিকার পরিষদের নেতা বিন ইয়ামিনসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের একদফা দাবিতে দলটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- তাকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে। আমি এই সমাবেশের সকলকে সাক্ষী রেখে বলতে চাই- এই সরকার অসংখ্য মা-বোনকে সন্তানহারা করেছে, স্বামীহারা করেছে, ভাইহারা করেছে, বোনহারা করেছে। সুতরাং এই সরকারের পতন অনিবার্য। কারণ, জনগণ জেগে উঠেছে। কোনো দেশ এবার এই সরকারকে রক্ষা করতে পারবে না।

তিনি বলেন, সরকার দলকানা, দলদাস ব্যক্তিদেরই বিভিন্ন পদে বসিয়েছে। এর মধ্য দিয়ে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে তারা।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার চাইলে পাকিস্তানে চলে যান। ১৯৯৬ সালে কী আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে পাকিস্তানে চলে গিয়েছিল?

তিনি আরও বলেন, দেশ আজ অনিশ্চিত গন্তব্যের পথে। দেশ ও জাতিকে বাঁচাতে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে। আমি তো কোনো ষড়যন্ত্র দেখি না। জনগণ ওপেনলি সরকারের পদত্যাগ দাবি করছে।

বিক্ষোভ সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড় হয়ে পল্টন, পীর ইয়ামেনি মার্কেটের সামনে দিয়ে ঘুরে এসে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে শেষ হয়।

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন- দলের উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম, এ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার পোদ্দার, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, যুব অধিকার পরিষদের সভাপতি সভাপতি মনজুর মোর্দেশ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক জাফর মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীতি-আদর্শের পরিবর্তন করতে পারলেই শান্তি আসবে : ফয়জুল করীম

সেভিয়ার মাঠে বিধ্বস্ত বার্সা

আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান বিতর্কে চ্যাম্পিয়ন কাঞ্চন একাডেমি

একই দিনে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

মায়ের মৃত্যুর শোক শেষ না হতেই ডেঙ্গুতে ছেলের মৃত্যু

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

শিক্ষক দিবসে ক্যানসারে নিভল ‘জালাল স্যারের’ প্রাণ

জিম্মিদের মুক্তি নিয়ে ইসরায়েলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

সুপ্রিম কোর্টে ভোট ডাকাতি : আবু সাইদ সাগর কারাগারে 

১০

শেষ ম্যাচে আফগানদের ১৪৩ রানে থামাল বাংলাদেশ

১১

ইসলামকে যথাযথভাবে ও পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে : জামায়াত আমির

১২

মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ : সারজিস

১৩

রাষ্ট্রের উন্নয়নে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে : শিমুল বিশ্বাস 

১৪

নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

১৫

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

১৬

তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে সার বিতরণ

১৭

চার জেলায় বন্যার আশঙ্কা

১৮

মির্জা গালিবের হার্ভার্ডে নিয়োগ নিয়ে যা জানা গেল

১৯

কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনা, চিকিৎসাধীন একজনের মৃত্যু

২০
X