কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘বিমান ভাড়া না কমালে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেন’

বিমান টিকিটের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রবাসী অধিকার পরিষদের মানববন্ধন। ছবি : সংগৃহীত
বিমান টিকিটের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রবাসী অধিকার পরিষদের মানববন্ধন। ছবি : সংগৃহীত

প্রবাসীদের উদ্দেশ্য করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, সরকার বিমান ভাড়া না কমালে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেন।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আয়োজিত মানববন্ধন তিনি একথা বলেন।

মানববন্ধনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, প্রবাসীরা গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা রেমিট্যান্স পাঠানো বন্ধ করায়, হাসিনার গদি কেঁপে ওঠে। মধ্যপ্রাচ্যে ৫৭ জন প্রবাসী গ্রেপ্তারও হয়। কিন্তু এর বিনিময়ে তারা কি পেয়েছে? তাদের সরকার ঠিকঠাক মূল্যায়ন করেনি। সৌদি আরবের বিমান ভাড়া এতো বাড়ল কেন?

সিন্ডিকেট ধরতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন। অন্তর্বর্তী সরকার গণহত্যার বিচার করতে পারছেনা, আ.লীগ ও শেখ পরিবারকে ধরতে পারছে না। তারা এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। দ্রব্যমূল্যের দাম হুড়হুড় করে বাড়ছে। তারা এখন বিল্ডিং ভাঙা শুরু করেছে, কিন্তু কখন আ.লীগ পালিয়ে যাওয়ার পর। বিষয়টা এমন যে, চোর পালানোর পর বুদ্ধি বাড়ে। এখনো সচিবালয়ে আ.লীগ, পুলিশ-প্রশাসন-র‍্যাব-বিজিবিতে আ.লীগ। অন্তর্বর্তীকালীন সরকার আ.লীগকে এখনো আ.লীগের সাংগঠনিক ও নিবন্ধন স্থগিত করেনি। কিন্তু তাদের তারা জনগণের আবেগ নিয়ে খেলছে। এভাবে চলতে থাকলে তারা ব্যর্থ হবে। আর তারা ব্যর্থ হলে আ.লীগ আবার ফিরে আসবে।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান বলেন, বিমান টিকিটের দাম কমানোর জন্য ট্রাভেল ট্যাক্স, এক্সাইজ ডিউটি, জেট ফুয়েলের দাম, ল্যান্ডিং ও পার্কিং চার্জসহ সকল অপ্রয়োজনীয় চার্জ প্রত্যাহারের করতে হবে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়,বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপগামী ফ্লাইটের টিকিটের দাম চরম পর্যায়ে পৌঁছেছে, যা প্রবাসী কর্মীদের জন্য ভয়াবহ সংকট সৃষ্টি করেছে। অতিরিক্ত ভাড়ার কারণে বহু কর্মী বিদেশে যেতে পারছেন না, যা তাদের জীবিকা এবং দেশের রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলছে।

বর্তমানে বাংলাদেশ থেকে ফ্লাইটের টিকিটের মূল্য প্রতিবেশী দেশগুলোর তুলনায়প্রবাসী কর্মীরা বাধ্য হয়ে জমি বিক্রি করে বা উচ্চ সুদে ঋণ নিয়ে টিকিট কিনছেন। বিশেষত, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের জন্য এই সংকট আরও তীব্র। বিভিন্ন এয়ারলাইন্স দাবি করছে, অতিরিক্ত ট্রাভেল ট্যাক্স, এক্সাইজ ডিউটি, জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্য, সিভিল এভিয়েশনের ল্যান্ডিং ও পার্কিং চার্জ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একক গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ—এইসব কারণে বিমান ভাড়া বেড়েছে।

আজকের মানববন্ধনে বিমান টিকিটের দাম কমানোর জন্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ৪ দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো :

১. আগামী ৭ দিনের মধ্যে বিমান টিকিটের মূল্য যৌক্তিক পর্যায়ে আনতে হবে ও দাম কমাতে হবে।

২. ট্রাভেল ট্যাক্স, এক্সাইজ ডিউটি, জেট ফুয়েলের দাম, ল্যান্ডিং ও পার্কিং চার্জসহ সকল অপ্রয়োজনীয় চার্জ প্রত্যাহার করতে হবে।

৩. বাংলাদেশ বিমানের পাশাপাশি অন্যান্য দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করতে হবে।

৪. টিকিটের দাম স্থিতিশীল রাখতে একটি বিমান টিকিট রেগুলেটরি বোর্ড গঠন করতে হবে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেন রাশেদ। যাতে প্রবাসী কর্মীরা ন্যায্য ভাড়ায় বিদেশে যেতে পারেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন এমন দাবি জানান তিনি।

আরও বক্তব্য রাখেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আব্দুর জাহের,বাংলাদেশ যুব অধিকার পরিষদের মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, গণঅধিকার পরিষদ ও প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ। প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন শাহাব উদ্দিন শিহাব ও সভাপতিত্বে ছিলেন আসিফ আহমেদ জনি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ লিমন খান, সম্রাট আহমেদ, হাবিব আহমেদ, নয়ন খান কবির, জাকির খান, রাকিবুল হাসান, গোলাম রব্বানী, শফিকুল ইসলামসহ আরো অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

লোকালয়ে ঘুরছে বাঘ, বিজিবির সতর্কবার্তা

যে তিন নায়িকা নিয়ে কাজ করতে চান যিশু

নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে : সিইসি 

‘আদালতের প্রতি আস্থা নেই’ বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ ৪ শতাধিক

শুল্কারোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাজার, ভয়াবহ চাপে ভারত

খুলনায় জুয়াকের মতবিনিময় সভা ও আড্ডা অনুষ্ঠিত

পাঞ্জাবে চার দশকের মধ্যে ভয়াবহ বন্যা, শঙ্কায় পাকিস্তান

জীবন বীমা করপোরেশনে চাকরির সুযোগ 

১০

এশিয়া কাপের প্রথম ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ

১১

গুমের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি গোলাম পরওয়ারের

১২

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

১৩

অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

১৪

ক্রিকেটারদের সারা বছর অনুশীলনে রাখতে বিসিবির নতুন উদ্যোগ

১৫

নারায়ণগঞ্জ বার নির্বাচনে ১৬-১ ব্যবধানে বিএনপি প্যানেলের জয়

১৬

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ভাইকে মারধর

১৭

চোখ-মুখ ঢেকে বন্দির মতো সমুদ্রে ফেলে দেয় ভারত

১৮

তিন বেলা ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?

১৯

কাশ্মীরে আটকা পড়লেন মাধবন

২০
X