

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কমিটিতে সভাপতি পদে রয়েছেন জাকারিয়া তাহের সুমন, সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন মো. আমিরুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে রয়েছেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ কামরুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ নজরুল হক ভূঁইয়া স্বপন।
এর আগে চলতি বছরের গত ২৭ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওইদিন সভাপতি পদে জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম ঘোষণা করা হয়।
মন্তব্য করুন