কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান আমিনুলের

রাজধানীর হাতিরঝিল মধুবাগ মাঠে ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানা বিএনপির কর্মীসভায় কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর হাতিরঝিল মধুবাগ মাঠে ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানা বিএনপির কর্মীসভায় কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল মধুবাগ মাঠে ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আমিনুল হক বলেন, পতিত আওয়ামী স্বৈরাচার সরকার গত ১৭ বছরে বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে একটি ধ্বংসস্তুপের আস্তাকুঁড়ে ফেলে রেখে গেছে। সেই আস্তাকুঁড় থেকে বাংলাদেশের পুলিশ বাহিনী এখন চেষ্টা করছে কীভাবে নতুন বাংলাদেশ গড়া যায়, কীভাবে নতুনভাবে পুলিশ প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তারা বাংলাদেশের জনগণের কাছে একটি আস্থার জায়গা তৈরি করতে পারে।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর আজকে দীর্ঘ ৬ মাস হতে চলেছে। এখন পর্যন্ত পুলিশ প্রশাসনে, বিচার বিভাগে ও দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা আসেনি। কারণ, আওয়ামী স্বৈরাচারের দোসররা রাষ্ট্রের স্ব-স্ব প্রতিষ্ঠানে বহাল তবিয়তে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি একটি নতুন আধুনিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে। নতুন দেশ গড়তে এখন নানান প্রতিকূলতা সৃষ্টির মাধ্যমে আওয়ামী স্বৈরাচারের দোসররা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। দেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য চারপাশে তারা নানান ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সতর্ক হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলেই ভবিষ্যত আধুনিক বাংলাদেশ নির্মিত হবে। আমিনুল হুঁশিয়ারি দিয়ে বলেন, যতই অনুপ্রবেশ এর চেষ্টা করা হোক না কেন, বিএনপিতে নব্য বিএনপির কোনো ঠাঁই নেই।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপি লড়াই করেছে। হাসিনার পতনে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির বহু কর্মী প্রাণ দিয়েছে। গত ১৭ বছরে হাসিনা সরকারের নির্যাতন-নিপীড়নের কথা কখনও ভুলা যাবে না বলে নেতাকর্মীদের স্মরণ রাখতে বলেন তিনি।

সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনোই তা মেনে নেবে না। কারণ, এ দেশের জনগণ গত ১৫ বছর যাবত ভোট দিতে পারেনি। অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে আমিনুল হক বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দেশে অতি দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন।

হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন-ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, মহানগর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আকতার হোসেন, আতাউর রহমান, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, মোঃ শাহ আলম, মহানগর সদস্য মনিরুল আলম রাহিমী, ইব্রাহিম খলিল, নুরুল হুদা ভূঁইয়া নূরু, এম এস আহমাদ আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১০

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১১

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১২

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৩

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৪

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৫

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৬

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

১৭

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

১৮

গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

১৯

চট্টগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

২০
X