বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ আরও একবার ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন। দেশে দেশে রাজনীতিবিদদের পাঠাচ্ছেন। বিভিন্ন দেশের সঙ্গে লবিং করছেন। কিন্তু কোনো লবিংয়ে কাজ হবে না।
তিনি দাবি করেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো বেহায়াপনা নির্বাচন আর এদেশের মানুষ হতে দেবে না। ফলে ওই দুটি নির্বাচনের মতো আরেকটি সাজানো-গোছানো নির্বাচন করে আর ক্ষমতায় থাকা যাবে না।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন দুদু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন'র উদ্যোগে এই মানববন্ধন হয়।
ক্ষমতাসীনদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, এর আগে পশ্চিমা দেশগুলো এই সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অতি সম্প্রতি ভারত যেভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে- ভারতও এই সরকারের সঙ্গে নেই।
দুদু বলেন, দেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। দেশের জনগণ, পেশাজীবী, রাজনীতিবিদরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সুতরাং এই সরকারকে বিদায় নিতে হবে।
খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, একটি মিথ্যা মামলায় খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। তিনি অসুস্থ। ডাক্তার বলেছে, বাংলাদেশে তার আর চিকিৎসা নাই। তারপরও তাকে এই সরকার বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। কয়েকজন এমপি ও মন্ত্রী, যারা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত, তারাও বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না।
সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ তথ্যবিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সহসভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন