কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই ‘স্বাধীনতা কনসার্ট’ করছে বিএনপি : টুকু

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকার স্বাধীনতা কনসার্টের নির্ধারিত ভেন্যু পরিদর্শন করেছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকার স্বাধীনতা কনসার্টের নির্ধারিত ভেন্যু পরিদর্শন করেছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

দেশীয় শিল্পীদের প্রতিভা মানুষের সামনে তুলে ধরতে এবং মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিএনপি আগামী ১১ এপ্রিল ঢাকাসহ চার বিভাগে একসঙ্গে ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক এবং ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও প্রধান সমন্বয়ক (ঢাকা টিম) সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে চাই।

শুক্রবার (০৪ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকার স্বাধীনতা কনসার্টের নির্ধারিত ভেন্যু পরিদর্শনকালে টুকু এ কথা বলেন। ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকে বাংলাদেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই কর্মসূচিটি আমরা হাতে নিয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় জাতীয় দিবসগুলোতে হিন্দি শিল্পীদের এনে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান করানো হতো। ইদানীং বিভিন্ন পৃষ্ঠপোষকতায় পাকিস্তানি শিল্পীদের বাংলাদেশে আনা হচ্ছে। আমরা মনে করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই।

তিনি বলেন, বাংলাদেশে অসংখ্য মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন, যারা ইতোমধ্যে পারফরম্যান্স দিয়ে বিশ্বের বুকে তাদের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, বিগত দিনগুলোতে তাদের পারফর্ম করার মতো সুযোগ ও পরিবেশ ফ্যাসিস্ট সরকারও করে দেয়নি, ইদানী যারা ক্ষমতায় রয়েছেন তারাও করেননি। আমরা মনে করি, বাংলাদেশকে আমাদের জাগ্রত করতে হবে। বাংলাদেশকেই আমাদের প্রথমে তুলে ধরতে হবে। সবাই মিলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। এই চিন্তা থেকে জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের শিল্পীদের ব্র্যান্ডিং করার জন্য আমাদের এ আয়োজন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিগত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট করেছিলাম। ওইদিনই আমরা ঘোষণা দিয়েছিলাম, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমরা ‘সবার আগে বাংলাদেশ’ নিয়ে হাজির হবো। সেই চিন্তা থেকে আগামী ১১ এপ্রিল বাংলাদেশের চারটি বিভাগে আমরা একত্রে কর্মসূচি করব। ঢাকার মানিকমিয়া এভিনিউতে, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে, খুলনায় খুলনা স্টেডিয়ামে এবং রাজশাহী ও রংপুর বিভাগ মিলে বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠে ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শিল্পীদের প্রতিভাগুলো আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের নিজস্ব কৃষ্টি-কালচার নিয়ে পথ চলতে চাই।

টুকু আরও বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেটা আমরা তুলে ধরতে চাই। তাদের মনের মধ্যে সেটা ধারণ করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে এবং আগামী প্রজন্ম যাতে দেশের চিন্তা করে পথ চলে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা করছি। সেজন্য আমরা নাম দিয়েছি, ‘সবার আগে বাংলাদেশ’। এই ফ্রেমে আমরা সব মানুষকে আবদ্ধ-ঐক্যবদ্ধ করতে চাই।

সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে ঢাকার ভেন্যু পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- ‘স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি, সাজু মুনতাসির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত ৬

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

গাজা চুক্তিতে তুরস্ক কী করবে, সে বিষয়ে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

 নিখোঁজের পর বাড়ি ফিরে দেখেন বাবা-ভাইসহ অনেকে বেঁচে নেই 

বছরের শুরুতেই পাল্টাপাল্টি হামলার অভিযোগে রাশিয়া-ইউক্রেন

জমিয়ত থেকে বহিষ্কার নাসির উদ্দিন মুনির

রাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

বিশেষ সহকারী ডা. সায়েদুরের পদত্যাগ ও ফেরার কারণ

খালেদা জিয়ার কবরে সমমনা জোটের ফুলেল শ্রদ্ধা

১০

খালেদা জিয়ার জানাজায় মৃত্যুবরণকারী নিরবের পরিবারের পাশে তারেক রহমান

১১

জনসংখ্যা বাড়াতে চীনে গর্ভনিরোধক পণ্যের দাম বাড়ছে

১২

২০২৫ সালে সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড 

১৩

ডাকসু প্রতিনিধিদের যে বার্তা দিলেন তারেক রহমান

১৪

অবসর নিয়ে সিদ্ধান্ত জানালেন সাবিনা

১৫

থার্টিফার্স্ট উদ্‌যাপনের সময় সুইজারল্যান্ডে ৪০ জনের মৃত্যু

১৬

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন, নেতৃত্বে যারা

১৭

মামলা সত্ত্বেও বরখাস্ত প্রধান শিক্ষককে পুনরায় নিয়োগের উদ্যোগ

১৮

রেললাইনে মিলল নিখোঁজ রুবেলের রক্তাক্ত মরদেহ 

১৯

সার্কের চেতনা এখনো জীবিত : প্রধান উপদেষ্টা

২০
X