কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই ‘স্বাধীনতা কনসার্ট’ করছে বিএনপি : টুকু

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকার স্বাধীনতা কনসার্টের নির্ধারিত ভেন্যু পরিদর্শন করেছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকার স্বাধীনতা কনসার্টের নির্ধারিত ভেন্যু পরিদর্শন করেছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

দেশীয় শিল্পীদের প্রতিভা মানুষের সামনে তুলে ধরতে এবং মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিএনপি আগামী ১১ এপ্রিল ঢাকাসহ চার বিভাগে একসঙ্গে ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক এবং ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও প্রধান সমন্বয়ক (ঢাকা টিম) সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে চাই।

শুক্রবার (০৪ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকার স্বাধীনতা কনসার্টের নির্ধারিত ভেন্যু পরিদর্শনকালে টুকু এ কথা বলেন। ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকে বাংলাদেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই কর্মসূচিটি আমরা হাতে নিয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় জাতীয় দিবসগুলোতে হিন্দি শিল্পীদের এনে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান করানো হতো। ইদানীং বিভিন্ন পৃষ্ঠপোষকতায় পাকিস্তানি শিল্পীদের বাংলাদেশে আনা হচ্ছে। আমরা মনে করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই।

তিনি বলেন, বাংলাদেশে অসংখ্য মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছেন, যারা ইতোমধ্যে পারফরম্যান্স দিয়ে বিশ্বের বুকে তাদের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, বিগত দিনগুলোতে তাদের পারফর্ম করার মতো সুযোগ ও পরিবেশ ফ্যাসিস্ট সরকারও করে দেয়নি, ইদানী যারা ক্ষমতায় রয়েছেন তারাও করেননি। আমরা মনে করি, বাংলাদেশকে আমাদের জাগ্রত করতে হবে। বাংলাদেশকেই আমাদের প্রথমে তুলে ধরতে হবে। সবাই মিলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। এই চিন্তা থেকে জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের শিল্পীদের ব্র্যান্ডিং করার জন্য আমাদের এ আয়োজন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিগত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট করেছিলাম। ওইদিনই আমরা ঘোষণা দিয়েছিলাম, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমরা ‘সবার আগে বাংলাদেশ’ নিয়ে হাজির হবো। সেই চিন্তা থেকে আগামী ১১ এপ্রিল বাংলাদেশের চারটি বিভাগে আমরা একত্রে কর্মসূচি করব। ঢাকার মানিকমিয়া এভিনিউতে, চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে, খুলনায় খুলনা স্টেডিয়ামে এবং রাজশাহী ও রংপুর বিভাগ মিলে বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠে ‘স্বাধীনতা কনসার্ট’ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শিল্পীদের প্রতিভাগুলো আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের নিজস্ব কৃষ্টি-কালচার নিয়ে পথ চলতে চাই।

টুকু আরও বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেটা আমরা তুলে ধরতে চাই। তাদের মনের মধ্যে সেটা ধারণ করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে এবং আগামী প্রজন্ম যাতে দেশের চিন্তা করে পথ চলে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা করছি। সেজন্য আমরা নাম দিয়েছি, ‘সবার আগে বাংলাদেশ’। এই ফ্রেমে আমরা সব মানুষকে আবদ্ধ-ঐক্যবদ্ধ করতে চাই।

সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে ঢাকার ভেন্যু পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- ‘স্বাধীনতা কনসার্ট’-এর ঢাকা টিমের সদস্য রফিকুল আলম মজনু, আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি, সাজু মুনতাসির প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু তায়েবা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ভারতের নতুন দাবি

কেন এআই চ্যাটবট মাঝেমধ্যে ভুল উত্তর দেয়? জেনে নিন আসল রহস্য

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা / ‘যে প্রণোদনা দেওয়া হয় তাতে আমাদের কিছু হয় না’

জ্বরে ভুগছেন টাইগার ক্রিকেটার, দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা নিয়ে শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

স্লোগান দেওয়া সেই তরুণীর পক্ষে লড়তে চান ফজলুর রহমান

প্রাথমিক অবস্থায় যে ৫ লক্ষণ দেখলে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-পাবনা সড়ক পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তারা

রিয়ালকে একা ফেলে সুপার লিগ ছাড়তে চাইছে বার্সা

১০

নিষেধাজ্ঞার খবরে আকাশছোঁয়া ইলিশের দাম

১১

বৃষ্টি কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

১২

কানে ইয়ারফোন দিয়ে রেললাইনে হাঁটছিলেন ইকরামুল, অতঃপর...

১৩

যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ

১৪

দস্যুদের থেকে জিম্মি ৪ জেলে উদ্ধার

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ রাশেদের

১৬

জুমার দিনে ইসলামি বইমেলায় পাঠকদের ভিড়

১৭

ফ্লোটিলা নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ

১৮

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি দেখবেন যেভাবে

১৯

১০ দিনের শিশুকে হত্যার পর যে কাণ্ড ঘটালেন মা

২০
X