বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
অনলাইন প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘দায়িত্ব পেলে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করা হবে’

অটোরিকশা উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানা। ছবি : কালবেলা
অটোরিকশা উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানা। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করে তোলা হবে উল্লেখ করে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দারিদ্র্যতা ও বেকারত্ব দূরীকরণের মাধ্যমে প্রতিটি নাগরিককে স্বাবলম্বী করতে হবে। যেটি অতিতের কোনো সরকার করেনি, করতে পারেনি। আগামীতে জামায়াতে ইসলামীকে দেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে উন্নয়নশীল বাংলাদেশকে উন্নত বাংলাদেশে রূপ দেওয়া হবে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে মাতুয়াইল তামীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে দারিদ্র্যতা বিমোচনে বেকারত্ব দূরীকরণে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানার উদ্যোগে অটোরিকশা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এই নেতা বলেন, রাষ্ট্রীয় জুলুম-নিযার্তনের সময়ও জামায়াতে ইসলামী সমাজ সেবা বন্ধ রাখেনি। অতিতের চেয়ে দশগুণ গতিতে বর্তমান অনূকূল পরিবেশে জামায়াতে ইসলামী সমাজ সেবা কার্যক্রম পরিচালনার উদ্যগ নিয়েছে।

সুখী-সমৃদ্ধ বাসযোগ্য বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামী নানামুখী সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করছে। জামায়াতে ইসলামী সমাজ সংস্কারের কর্মসূচি বাস্তবায়নে ১৯৪১ সাল থেকে আন্দোলন করে আসছে। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পরও জামায়াতে ইসলামী সমাজে বৈষম্য দূর করে সমাজ সংস্কারের আন্দোলন চালিয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরও সমাজের বৈষম্য দূর না হওয়ায় ২০২৪ সালে স্বাধীনতার ৫৪ বছর পর জাতি আবারো বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের দাবিতে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। আবারো যদি কোন দল, কোনো পরিবার কিংবা কোনো ব্যক্তি জাতির প্রত্যাশা পূরণে বাধা হয়ে দাঁড়ায় তবে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী তাদের প্রতিহত করবে।

সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব ছেড়ে তিনি জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া গেছে সেই ভাবেই সুখী-সমৃদ্ধ বাসযোগ্য বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে।

যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য সৈয়দ সিরাজুল হক, যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহজাহান খান, কদমতলী উত্তর থানা আমির আবদুর রহমান জীবন সহ ঢাকা-৫ সংসদীয় এলাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড দায়িত্বশীল নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১০

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১১

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১২

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৩

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৪

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৫

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৬

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৭

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৮

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

১৯

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

২০
X