কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৩:০১ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

‘সুযোগ পেলে বিনিয়োগবান্ধব অর্থনীতি উপহার দেবে জামায়াত’

ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এ উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। ছবি : কালবেলা
ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এ উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় আনতে পারলে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলে সবার ত্যাগ এবং স্বপ্ন সার্থক হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামির পক্ষ থেকে গুড গভর্নেন্স, সততা, নিষ্ঠা এবং তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে অর্থনীতি ও ব্যবসায়িক নীতি প্রণয়ন করে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

তিনি বলেন, দেশের জনগণ যদি আগামীতে ভোটের মাধ্যমে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, তাহলে আমরা দুর্নীতি ও বৈষম্যমুক্ত বিনিয়োগ বান্ধব একটি অর্থনীতি দেশকে উপহার দেব ইনশাআল্লাহ।

বুধবার (৯ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এ উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল এক বৈঠকে মিলিত হন।

প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতে ইসলামীর ইন্ডাস্ট্রিজ ও বিজনেস বিভাগের সহসভাপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু, সেক্রেটারি ড. আনোয়ারুল আজিম ও সদস্য মো. মাসুদ কবির। বৈঠকে তারা পারস্পরিক কুশলবিনিময়ের পরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশসহ বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে অত্যন্ত খোলামেলা আলোচনা ও মতবিনিময় করেন।

এদিন চায়না, ব্রিটেন, কানাডা ও নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেন এবং বিভিন্ন উদ্বেগের কথা জানান। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিনিয়োগকারীদের সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।

গোলাম পরওয়ার বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুন্দর পরিবেশ রয়েছে। প্রকৃতি, বন্দর, নদী ও বন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। এ সময় বিনিয়োগকারীরা বলেছেন, এগুলোর আধুনিকায়ন করা হলে এবং সময়ক্ষেপণহীনতায় পৌঁছাতে পারলে বাংলাদেশে বিনিয়োগের বিপ্লব ঘটানো সম্ভব।

বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামোগত উন্নয়ন, টেক্সটাইল, কৃষিজ, কেমিক্যাল, শিক্ষা ও মেডিকেল খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে। চায়না চেম্বার অব কমার্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্টল পরিদর্শন করেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিনিয়োগকারীদের বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশিকাঁথাসহ অন্যান্য সামগ্রী উপহার দেওয়া হয়।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ অংশগ্রহণ করায় বিডা-এর নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

১০

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

১১

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১৩

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১৪

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৫

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৬

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৭

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৮

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৯

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

২০
X