কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৫:১৪ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির কালো পতাকা গণমিছিল শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির কালো পতাকা গণমিছিল শুরু হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর ফকিরাপুল মোড় থেকে মিছিলটি শুরু হয়। বিএনপির এ গণমিছিল নারিন্দায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই কালো পতাকা মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন।

বিএনপির কালো পতাকা মিছিলের অগ্রভাগে অংশ নেন মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতিদল ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে রয়েছে কালো পতাকা ও বিএনপির দলীয় পতাকা। এ ছাড়া মিছিল থেকে সরকারের পদত্যাগসহ খালেদা জিয়া এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে নেতাকর্মীদের।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

অন্যান্য দলের কর্মসূচি

শুক্রবার বিকেল ৪টায় গণতন্ত্র মঞ্চ শাহবাগ মোড়ে, বিকেল ৩টায় ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে, একই সময়ে জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে, বিকেল ৪টায় গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে আরামবাগে, বিকেল ৩টায় এলডিপি পূর্বপান্থপথ দলীয় কার্যালয়ের সামনে, সকাল সাড়ে ১০টায় লেবার পার্টি জাতীয় প্রেস ক্লাবের সামনে, বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে, একই সময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে, বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ (নুর) পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে, বিকেল ৫টায় এনডিএম মালিবাগ মোড়ে দলীয় কার্যালয়ের সামনে, সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিচা হাইস্কুলের সামনে, বেলা ১১টা এবি পার্টি বিজয়নগর শ্রমভবনের সামনে, বিকেল ৩টায় এনডিপি পুরানা পল্টনস্থ আলরাজি কমপ্লেক্সের সামনে, বিকেল সাড়ে ৩টায় জনতার অধিকার পার্টি বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এবং সকাল ১০টায় সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘কালো পতাকা গণমিছিল’ বের করবে।

গত ১২ জুলাই একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এই পর্যন্ত ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি, ঢাকায় গণমিছিল, মহানগরে গণমিছিলের কর্মসূচি করে। সর্বশেষ গত ১৮ আগস্ট ঢাকাসহ সারা দেশের মহানগরে গণমিছিল করে বিএনপিসহ সমমনা জোটগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় আছে তুরস্ক

১১

৫ দিনের মাথায় আবারও গুলি করে যুবককে হত্যা

১২

আ.লীগ নেত্রী আকলিমা তুলি গ্রেপ্তার

১৩

এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে, কীভাবে?

১৪

ভৈবর নদে তলিয়ে গেল সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ

১৫

অপহরণ করে ১০ কোটি টাকা আদায়ের মামলায় লিপটন কারাগারে 

১৬

আসামি ছিনতাইয়ের ঘটনায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২১

১৭

তারেক রহমানের বক্তব্য বিকৃত করছে একটি গোষ্ঠী : আবিদ

১৮

জামায়াত কী হিন্দুদের স্বর্গের টিকিটও দেবে : সেলিম জাহাঙ্গীর

১৯

ঢাকা-১৮ আসনে কফিল উদ্দিনের উদ্যোগে উঠান বৈঠক

২০
X