কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রহসনের নির্বাচনে আ.লীগও ভোট দেয়নি : নূরুল ইসলাম বুলবুল

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি জোনের বিশেষ শিক্ষা বৈঠকে বক্তব্যে রাখেন দলটির নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি জোনের বিশেষ শিক্ষা বৈঠকে বক্তব্যে রাখেন দলটির নির্বাহী পরিষদের সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জামায়াতে ইসলামীসহ ফ্যাসিবাদের বিরুদ্ধে বিরোধী দলগুলোর আন্দোলনের বড় সাফল্য হচ্ছে আওয়ামী লীগের পাতানো নির্বাচন বর্জন। পুরো জাতি বিরোধী দলগুলোর ভোট বর্জনকে সমর্থন করেছে। এমনকি আওয়ামী লীগের ওই সব প্রহসনের নির্বাচনে আওয়ামী লীগও ভোট দেয়নি।

বৃহস্পতিবার (১ মে) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি জোনের বিশেষ শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দিন শেষে দেখা গেছে ৪ থেকে ৫ ভাগ ভোট পড়েছে। আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনের প্রার্থী ও তাদের পরিবারের লোক ব্যতিত আর কেউ ভোট দেয়নি। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ এদেশে ফ্যাসিবাদ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। মানুষ ভোটের অধিকার ফিরিয়ে পেতে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে। মানুষ এমন একটি ভোট চায়, যেখানে নিজের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে, নির্ভয়ে ভোট দিতে পারবে এবং ভোটের ফলাফল সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রকাশ পাবে।

তিনি বলেন, শুধু ভোট গ্রহণ সুষ্ঠু হলে হবে না, ফলাফলও সুষ্ঠু হতে হবে। কারণ ভোট গ্রহণের পর পরাজয়ের ভয়ে ক্ষমতা লোভীরা নির্বাচনের সঙ্গে জড়িতদের প্রভাবিত করে ফলাফল পাল্টিয়ে দেয়। এজন্য জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট প্রশাসনের সক্ষমতা যাচাই করতে চায়। এই দাবি শুধু রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নয়, এই দাবি বাংলাদেশের প্রতিটি মানুষের।

তিনি আরও বলেন, যেনতেন ভাবে নির্বাচন জনগণ মেনে নেবে না। নির্বাচনে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন না ঘটলে জনগণ ঐ নির্বাচন প্রতিহত করবে। যেকোন সংঘাত এড়াতে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। ক্ষমতার পালা বদলের জন্য নয়, ছাত্র-জনতা জীবন ও রক্ত দিয়েছে বৈষম্যহীন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। ন্যায় বিচার, সুশাসন ও স্বাধীনতার জন্য পরিবর্তন প্রয়োজন। ছাত্র-জনতার প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করে নির্বাচন দিতে হবে।

ব্যবসায়ীরা চাঁদাবাজ থেকে বাঁচতে জামায়াতে ইসলামীর দিকে দলে দলে যোগদান করতে আসছে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট করেছে কিন্তু কেউ কেউ ক্ষমতায় যাওয়ার আগেই সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, লুটপাটে বেপরোয়া হয়ে উঠেছে। এদের জুলুমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। যেকোন সময় মানুষ এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। ৫ আগস্ট পরবর্তী জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জনগণের জানমাল রক্ষায় পাহারাদারের দায়িত্ব পালন করেছে। অপর দিকে অন্যরা চাঁদাবাজি, দখলদারিত্বে লিপ্ত হয়েছে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, কালোবাজারি, সিন্ডিকেট ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। তাই একটি কল্যাণ ও আদর্শ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, জমিনে দ্বীন কায়েমের আগে নিজের মাঝে ও নিজ পরিবারে দ্বীন কায়েম করতে হবে। জামায়াতে ইসলামী দলের কর্মীদের ইসলামী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আদর্শিক ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে বলেই জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব। যেই নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাস রাখা যায় নির্দ্বিধায়। নতুন বাংলাদেশ গড়তে তিনি জামায়াতে ইসলামীকে সুযোগ দিতে ঢাকা-১০ আসনের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে ধানমন্ডি জোনের সব থানা আমির ও সেক্রেটারীসহ দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংকের ৫ হাজার কোটি টাকার আমানত বৃদ্ধি

পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, সেনা সদ্যদের প্রতিশ্রুতি

নাসির উদ্দীন পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী শনিবার

ধরে নেওয়া ৪ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭

মাওলানা রইস হত্যা / খুনিরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রাজনৈতিক দলগুলোর বক্তব্য অপরিপক্ব : শফিকুল আলম

মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছে পুনাক

গাঁয়ে আগুন লাগিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেপ্তার

‘সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ’

১০

এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

১১

ভুল ভিডিওর জন্য দুঃখ প্রকাশ

১২

আরএসএফ সূচক / ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে গণমাধ্যম স্বাধীনতা সূচকে এগিয়ে বাংলাদেশ

১৩

নদীর পাড়ে বালুর ব্যবসা, বিপন্ন পরিবেশ-প্রকৃতি

১৪

চলনবিলের আয়তন কমেছে এক হাজার বর্গকিলোমিটার!

১৫

বিএনপি হিমালয়ের মতো শক্তিশালী দল : প্রিন্স

১৬

নারায়ণগঞ্জে লুট হওয়া অস্ত্রে বাড়ছে আতঙ্ক

১৭

দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ

১৮

শ্রমিকরাই দেশের উন্নয়নের মেরুদণ্ড : শেখ বাবলু

১৯

‘আ.লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে নতুন অভ্যুত্থান হবে’

২০
X