ইসলামি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে প্রতিটি নাগরিকের অংশগ্রহণে সম্প্রীতির এক মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
শুক্রবার (২ মে) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী মধ্য থানা আয়োজিত দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিংয়ের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অমুসলিমদের সংগঠনের দাওয়াত দেওয়া জামায়াতে ইসলামীর নিয়মিত কর্মসূচি উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, ইসলামের দাওয়াত কেবল মুসলিমদের কাছে পৌঁছবে তা নয়। বরং দ্বীনের দাওয়াত সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে। এটাই আল্লাহর বিধান। দ্বীনের দাওয়াত পেয়ে কে গ্রহণ করবে, কে গ্রহণ করবে না এটা ব্যক্তির, ব্যক্তিগত বিষয়। দ্বীনের দাওয়াত দেওয়া ঈমানদারদের দায়িত্ব, আহ্বানে সাড়া দেওয়া ব্যক্তির দায়িত্ব। এটাই ইসলামের সৌর্ন্দয্য, এটাই ইসলামের শিক্ষা। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সমাজের ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সভা, সমাবেশ, মতবিনিময়সহ নানামুখী কর্মসূচি পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে রাজধানীতে একটি প্রীতি সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠান করেছি। ওই অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের সংগঠনের নেতৃবৃন্দ ও শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিদের দাওয়াত করা হয়েছে।
বুলবুল বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ৬ আগস্ট ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে সাহস জুগিয়েছন। এর আগে তিনি দলের নেতাকর্মীদের নিদের্শনা দিয়েছেন, ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় নিয়োজিত থাকতে। দলের নেতাকর্মীরা সহ সারাদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধ ভূমিকা রেখে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। আমীরে জামায়াতসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারবার ভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় করেছেন। আমিরে জামায়াত স্পষ্ট ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, প্রত্যেকে এদেশের সম্মানিত ও গর্বিত নাগরিক। ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা প্রশংসিত হয়েছে।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য ও যাত্রাবাড়ী মধ্য থানা আমির অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, সহকারী সেক্রেটারি (ঢাকা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী) মোহাম্মদ কামাল হোসেন এবং সহকারী সেক্রেটারি (ঢাকা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী) অধ্যাপক ড. আব্দুল মান্নান। মাওলানা ইমাম হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মো. আব্দুর রব এবং মাওলানা আব্দুল মান্নান, যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহজাহান খান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে মহানগরী ও থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন