ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানাধীন ৫৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মিন্নত আলীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানাধীন ৫৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মিন্নত আলীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
মন্তব্য করুন