আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে যমুনা থেকে ছাত্র-জনতা যে গণআন্দোলন শুরু করেছে এনসিপি তাতে তৎক্ষনাৎ পূর্ণ সমর্থন জানিয়েছে।
একইভাবে আমরা লক্ষ করেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, জুলাই আহতের বড় একটা গ্রুপ, ইনকিলাব মঞ্চ, লেবার পার্টি, আপ-বাংলাদেশ, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, খেলাফত মজলিশ, জামায়াতে ইসলামী, হেফাজত ও ইসলামী আন্দোলনের নেতারা, শিবির, জুলাই মঞ্চসহ অসংখ্য সংগঠন সেখানে সংহতি জানিয়েছে।
সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে হাজারো ছাত্র-জনতা।
তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের গণদাবি নিয়ে যে গণআন্দোলন চলছে সেটি ফ্যাসিবাদবিরোধী সব পক্ষের, কোনো একটি নির্দিষ্ট দলের বা পক্ষের নয়।
তাই নিজেদের মধ্যে সর্বোচ্চ ঐক্য ধারণ করে লক্ষ্যের দিকে অটুট থাকার আহ্বান জানাচ্ছি। সময় এখন একতাবদ্ধ হবার, জুলাইকে পুনরুজ্জীবিত করার, ফ্যাসিবাদের কবর খুড়ার।
মন্তব্য করুন