কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না : আমিনুল হক 

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : কালবেলা
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক। ছবি : কালবেলা

বাংলাদেশে আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেখানেই তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে এবং যারা আওয়ামী লীগের পক্ষে মিথ্যাচার করার চেষ্টা করবে এবং ষড়যন্ত্র করবে। তাদের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে আওয়ামী প্রেতাত্মা ষড়যন্ত্রকারীদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না।

আওয়ামী লীগ প্রসঙ্গে আমিনুল হক আরও বলেন, বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগ যে ফ্যাসিস্টের উপাধি পেয়েছে। সেই ফ্যাসিস্টদের রাজনীতি করার কোনো অধিকার নাই। কারন তারা গত ১৭ বছর বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। গত ১৭ বছরে যে তিনটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আজ্ঞাবহ প্রশাসনকে ব্যবহার করে রাতের অন্ধকারে বিনা ভোটে জোর করে ক্ষমতায় বসেছিল।

এসময় তিনি বলেন, যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ছিল এবং জনগণকে সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই।

অন্তর্বর্তী সরকারকে এসময় আমিনুল হক বলেন- আপনারা এদেশের জনগণের ভাষা বুঝে, সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে সুসংগঠিত করেন। বাংলাদেশের মানুষের চাওয়া ও প্রত্যাশা অনুযায়ী অতি দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেন। কারণ নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই আওয়ামী ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়ে বিএনপি রাজনীতি করে। বিএনপি জনগণের ভাষা বুঝে রাজনীতি করে। বিএনপি সেই দল সবাইকে নিয়ে দেশ চালিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা ছিল, সেজন্য প্রেসিডেন্ট জিয়া জনপ্রিয় রাষ্ট্র প্রধান ছিলেন। বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী ছিলেন। আপস না করার কারণে তাকে কারা অন্তরীনও থাকতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছেন। জুলাই আন্দোলনের নেতৃত্ব ও দিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ।

পল্লবী থানা ও খিলক্ষেত থানার মধ্যকার খেলায় পল্লবী ৭-০ গোলে এবং তুরাগ থানা ও দারুসসালাম থানার মধ্যকার খেলায় দারুসসালাম ১-০ গোলে জয়ী হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১০

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১১

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১২

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৩

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৪

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৫

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৬

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৭

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৮

আজ বিশ্ব পুরুষ দিবস

১৯

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

২০
X