কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাম্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি ছাত্রশিবিরের

ছাত্রশিবিরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ছাত্রশিবিরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (১৪ মে) এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

বিবৃতিতে তারা বলেন, ক্যাম্পাস এলাকায় বহিরাগতদের হাতে শিক্ষার্থীর খুন হওয়া দেশের সার্বিক নিরাপত্তার জন্য অশনিসংকেত। শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকা নিরাপদ রাখা অপরিহার্য। দুর্ভাগ্যজনকভাবে, দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকা বহিরাগত অপরাধীদের অবাধ বিচরণস্থল হিসেবে গড়ে উঠেছে। সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, মাদকসেবন ও শিক্ষার্থীদের হেনস্তার মতো অপরাধ প্রায়ই সংঘটিত হচ্ছে।

নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একক প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কষ্টসাধ্য। এজন্য প্রয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জনসাধারণের সমন্বিত উদ্যোগ। আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণসহ নানা উদ্যোগ নিলেও একটি গোষ্ঠী বরাবরই সে প্রচেষ্টার বিরোধিতা করে এসেছে। এমন দৃষ্টিভঙ্গি শুধু অপরাধীদের উৎসাহিত করে না বরং শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে।

তারা আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে কী পরিণতি ভোগ করতে হতে পারে, সাম্য হত্যাকাণ্ড তার উদাহরণ। এই হত্যাকাণ্ড ও ক্যাম্পাসসংলগ্ন এলাকায় অপরাধীদের অভয়ারণ্য গড়ে ওঠার দায় সরকার ও প্রশাসন এড়াতে পারে না। আমরা দ্রুত সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ও বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করতে কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি। সেইসাথে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে অপরাধপ্রবণ ক্যাম্পাসগুলোতে সর্বত্র সিসি ক্যামেরার ব্যবস্থা করা, মাদকসেবী ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য দূরীকরণ এবং ঝুঁকিপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করাসহ প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে নিহত সাম্যর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতারা বলেন, আমরা মহান আল্লাহর দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি, আল্লাহতাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার পরিবার-পরিজনকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের

বিএনপি নেতা ডাবলুর মৃত্যুতে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি

মমতাজের ৩ বাড়িসহ জমি জব্দের নির্দেশ

মা হতে চলেছেন প্রিয়াঙ্কা

শিশু হৃদয় হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

সমীর দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি : মিন্টু

জাতীয় পার্টি ও ১৪ দলের প্রার্থীদের মনোনয়ন স্থগিত চায় জুলাই ঐক্য

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

ব্রিটেনে তরুণীকে ধর্ষণ করলেন রাজনৈতিক আশ্রয়প্রার্থী যুবক

রাজনীতি হবে মানুষের সেবা ও দেশের উন্নয়নের জন্য : হাবিব

১০

অভিবাসন দমনে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল মিনেসোটা

১১

‘নারী অবমাননার’ বিতর্কে যশের ‘টক্সিক’

১২

মাথার খুলি খুলে রাখা হয়েছে হুজাইফার

১৩

তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান

১৪

জিয়া পরিষদ টেলিটক শাখার দোয়া মাহফিল / খালেদা জিয়ার আদর্শ অনুপ্রেরণা হয়ে থাকবে

১৫

আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা নির্ধারণের নির্বাচন : সালাহউদ্দিন 

১৬

আমদানিতে শুল্ক কমাল, কত কমতে পারে মোবাইলের দাম?

১৭

ইরানে বাড়ি বাড়ি তল্লাশিতে মিলল মার্কিন অস্ত্র ও বিস্ফোরক

১৮

গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে পাঠানো হচ্ছে ঢাকায়

১৯

লিভার সুস্থ রাখতে যে সবজি হতে পারে আপনার দৈনন্দিন বন্ধু

২০
X