ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু সায়েমের (মন্ডল) বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর উত্তর বিএনপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের দারুস সালাম থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আবু সায়েম (মন্ডল)-কে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এর আজ এক সিদ্ধান্ত মোতাবেক দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবু সায়েম (মন্ডল)-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মন্তব্য করুন