কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নানা কর্মসূচিতে ডা. জুবাইদার জন্মদিন পালন

ডা. জুবাইদা রহমান। পুরোনো ছবি
ডা. জুবাইদা রহমান। পুরোনো ছবি

নানা কর্মসূচিতে বুধবার (১৮ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, কোরআন খতম, বৃক্ষরোপণ প্রভৃতি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালিত হয়েছে।

এছাড়া জন্মদিনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

১৮ জুন ডা. জুবাইদার জন্মদিন। তিনি সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। মা সৈয়দা ইকবাল মান্দ বানু বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক।

জুবাইদার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে দুই দিনব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) শেরেবাংলা নগরে একটি নিম গাছের চারা লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৮ জুন) শেষ দিনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এছাড়া ‘উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজ’ মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা প্রকৌশলী মোস্তফা-ই-জামান সেলিম ও প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়েছে। এছাড়া বগুড়া, খুলনা, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় স্থানীয় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বগুড়ায় রোগীদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শাকপালার পার্কে বৃক্ষরোপণ করা হয়। দুপুর ১২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এসব কর্মসূচির আয়োজন করে ন্যাশনালিস্ট অব শজিমেক বগুড়ার সাবেক ও বর্তমান ছাত্রদল। কর্মসূচিতে রোগীদের মাঝে ডা. জুবাইদা রহমানের লেখা হৃদরোগ প্রতিরোধে করণীয় বই বিতরণ করা হয়। এই বইগুলো রোগীদের হাতে তুলে দেন ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও শজিমেক ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

এছাড়া খুলনার তেরখাদার ইখরিতে স্থানীয় আল জামিয়াতুল ইসলামিয়া তারবিয়াতুল উম্মাহ কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও খাবার বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নির্দেশনায় এই আয়োজন করা হয়।

জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেন। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন জুবাইদা। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে তিনি স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে যান। দীর্ঘ ১৭ বছর পর গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন। এক মাস পরিবারের সদস্যদের সঙ্গে ব্যস্ত সময় কাটিয়ে গত ৫ জুন আবার লন্ডন চলে যান। তারেক রহমান ও জুবাইদা রহমান দম্পতির একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন

ছাত্রীদের ‘আপত্তিকর’ প্রস্তাব দেওয়া সেই অধ্যক্ষকে ওএসডি

যুক্তরাষ্ট্রের ৬ কোম্পানির ওপর চীনের বড় পদক্ষেপ

একদিনে ৭০ নতুন কমিটি দিল ছাত্রদল, ৩টি বিলুপ্ত

শুরুতেই হোঁচট খেয়ে চাপে বাংলাদেশ

উচ্চতর কমিটির সাদাপাথর পরিদর্শন, সিলেটে পর্যটন নিয়ে মহাপরিকল্পনা

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত, ক্লাসে ফেরার ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষকদের

হাইকোর্টে রিট করলেন ১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা

সরানো হলো রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহীকে 

ব্যালট পেপার ইস্যুর জবাব দিল ডাকসু নির্বাচন কমিশন

১০

রায়পুরায় কৃষক দলের নতুন কমিটি গঠন

১১

নীলক্ষেতে ব্যালট ছাপার অভিযোগ তদন্ত করছে কমিশন

১২

‘হেই থাক্কাইকা বাজারে আইতারি না, ঘরবৈঠক আমি’

১৩

ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আইএইচটিতে র‍্যালি ও আলোচনা সভা

১৪

ইউএনডিপি প্রতিনিধিদের সঙ্গে প্রধান বিচারপতির বরিশাল আদালত পরিদর্শন

১৫

শজিমেক ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

১৬

ছাত্রদল নেতা ইমরান মিথুনের মানবিক উদ্যোগ

১৭

অশান্তির আগুন নেভাতে হাতপাখার বাতাস লাগবে : চরমোনাই পীর

১৮

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের ‘সেঞ্চুরি’

১৯

শুক্রবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X