শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘ক্ষতিগ্রস্তদের সুষম বণ্টনের মাধ্যমে দোকান দিতে হবে’

রাজধানীর পল্লবীতে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর পল্লবীতে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, মুসলিম বাজারে ক্ষতিগ্রস্তদের সুষম বণ্টনের মাধ্যমে দোকান বরাদ্দ দিতে হবে। যেসব আওয়ামী লীগপন্থি দোসরদের মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দোকান বাতিল করে প্রকৃত সদস্যদের মাঝে ন্যায্যভাবে দোকান বরাদ্দ দিতে হবে।

শনিবার (২১ জুন) বিকেলে রাজধানীর পল্লবীতে মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, যারা আওয়ামী স্বৈরাচারের দোসর তাদের কোনো দোকান থাকবে না। যারা অন্যায়ভাবে দোকান দখল করেছে, তাদের দোকান বাতিল করতে হবে। বিএনপি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশজুড়ে যেভাবে জুলুম-নির্যাতন হয়েছে, তার ভাগীদার আপনারাও হয়েছেন। আজ আপনারা স্বাধীনভাবে কথা বলতে পারছেন, কিন্তু এই অধিকার আপনাদের আওয়ামী লীগ সরকারের সময়ে ছিল না। বিএনপি ক্ষমতায় গেলে কোনো ধরনের প্রভাব বিস্তার করবে না বরং ন্যায্যতা ও নিয়মের মধ্যে থেকেই কাজ করবে।

সভায় উপস্থিত মুসলিম বাজার সমিতির সদস্যরা একে একে তাদের বিভিন্ন অভিযোগ ও দুর্দশার কথা তুলে ধরেন।

সদস্য আবু বক্কর সিদ্দিক ও মোজাম্মেল হোসেন অভিযোগ করেন, সমিতির সদস্য হয়েও তারা কোনো দোকান পাননি।

মোর্তুজা, মুসলিম উদ্দিন, রফিকুল ইসলাম, আশিক এলাহি, বাবুল সরদারসহ একাধিক সদস্য বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তাদের দোকান ঘর আত্মসাৎ করা হয়, নানাভাবে হয়রানির শিকার হতে হয়, এমনকি মিথ্যা মামলাও দেওয়া হয়।

সভায় সমিতির সভাপতি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মাস্টার।

সভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, তাঁতীদল ঢাকা মহানগর উত্তর সভাপতি শামসুন্নাহার বেগম, মহানগর সদস্য ইব্রাহিম খলিল, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসাইন খান, রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি. মজিবুল হক, পল্লবীর ২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর মামুন, ৯১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- সমিতির কোষাধ্যক্ষ ফজলুল হক লাভলু, যুগ্ম সম্পাদক পলাশ হোসেন মোল্লা এবং সদস্য তাইজ উদ্দিন সরকার।

সভায় নেতারা সমিতির সার্বিক অব্যবস্থাপনা, দুর্নীতি ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বাজারটিকে একটি আধুনিক ও সুশৃঙ্খল শপিংমলে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১০

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১১

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১২

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৩

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৪

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৫

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৬

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৭

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৮

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৯

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

২০
X