কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০:১৪ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে নির্বাচন কেন চান না, জানালেন সালাহউদ্দিন

রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন উপযুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কেউ কেউ রাজনৈতিক দাবি হিসেবে, দলের অবস্থান থেকে সেটা চাইতেই পারেন, উত্থাপন করতে পারেন- সেটা তাদের রাজনৈতিক অধিকার। তবে সেটা সবার ওপরে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই। আমরা অনেক আগেই নির্বাচনের জন্য এই পদ্ধতি প্রত্যাখ্যান করেছি।

শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ রিসার্চ এনালাইসিস নেটওয়ার্ক (ব্রেইন) আয়োজিত ‘জিয়াউর রহমান : যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান’ শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন এসব কথা বলেন।

বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, বাংলাদেশের বাস্তবতায় এবং ইতিপূর্বে সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে আমাদের মধ্যে কোনো ঐকমত্য পায়নি। তাছাড়া বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের কোনো ইতিহাস নেই। সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নেই।

বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া। তবে সেটা আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। যেখানে প্রযোজ্য আছে, সেখানে অনেক জটিল অবস্থা। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটাররা জানবেন না যে, কে তাদের এমপি হবেন। তাছাড়া এমপির কাছে যে যাবেন, সেজন্য তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না।

তিনি বলেন, আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন, তাদের একটা উদ্দেশ্য আছে। যারা জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তাদেরও একটা উদ্দেশ্য আছে। হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া- তাদের উদ্দেশ্য থাকতে পাারে। তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি। এ দেশের সব গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদের অসংখ্য জীবন হারাতে হয়েছে।

ছাত্র-গণঅভ্যুত্থান হয়েছে, শহীদের রক্তের আকাঙ্ক্ষা হলো- এ দেশে যেন প্রকৃতপক্ষে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়। অবশ্যই আমরা সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব, যদি সুষ্ঠু-অবাধ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় পিআর পদ্ধতির ইস্যু এখনো আসেনি। এলে তখন এ ব্যাপারে আলোচনা হবে। আমরা অনেক আগেই তো নির্বাচনের জন্য এই পদ্ধতি প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশের রাজনৈতিক কালচারে, আমাদের ইতিহাসে, আমাদের ভোটের সিস্টেমে কখনোই পিআর পদ্ধতি উপযুক্ত নয়। আমাদের এখানে ‘এক ব্যক্তির এক ভোট’ এবং প্রতিটি সংসদীয় এলাকায় তার প্রতিনিধিকে সে সরাসরি ভোট দিবে। এই সিস্টেমের মধ্যে আমরা আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

গোল করে, করিয়ে দলকে জেতালেন মেসি

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের জায়গা নেই : বিজিএমইএ সভাপতি 

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ / বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

গাজায় নিশ্চিহ্ন মসজিদ, ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান

সন্ত্রাস করে বিএনপির মনোনয়ন পাওয়া যায় না : জালাল উদ্দীন

টিভিতে আজকের যত খেলা

সীমান্তে আটক ১৬ বাংলাদেশিকে হস্তান্তর

দেড় মাস পর ফের একই জায়গায় মিলল মরদেহ

১০

লোকবল নেবে আরএফএল

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

রাকসু নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে ভিপি প্রার্থীদের নানা প্রতিশ্রুতি

১৩

দুটি ছাড়া ইরাকে যুক্তরাষ্ট্রের সব সেনাঘাঁটি বন্ধ হয়ে যাচ্ছে

১৪

১২ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

স্ত্রীর মৃত্যুর ৫ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

১৬

ইফাদ গ্রুপের গৌরবময় ৪০ বছর উদ্‌যাপন, সমৃদ্ধির পথে একসাথে

১৭

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

১২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৯

জুতা পরে জানাজার নামাজ পড়া কি জায়েজ?

২০
X