বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের পক্ষ থেকে কোনো প্রার্থিতা ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
তিনি বলেন, সম্প্রতি যশোর-৫ আসনে জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে তাদের দলের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে- যা কিছু কিছু মিডিয়ায় ১২ দলীয় জোটের প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। কারণ, ১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণার ব্যাপারে এখনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
সোমবার (৭ জুলাই) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে জোট প্রধানের কার্যালয়ে ১২ দলীয় জোটের এক জরুরি সভায় মোস্তফা জামাল হায়দার এসব কথা বলেন।
১২ দলীয় জোট প্রধান বলেন, আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যথাসময়ে ফ্যাসিবাদবিরোধী বাংলার গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত করবে।
মন্তব্য করুন