কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০২:১৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের : ছাত্রদল সেক্রেটারি

কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : কালবেলা
কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : কালবেলা

কক্সবাজার ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম গত বছরের ১৬ জুলাই ‘চলে আসুন ষোল শহরে’ সামাজিক যোগাযোগমাধ্যমে– এমন আহ্বান জানিয়ে আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন। রাষ্ট্রবিরোধী দমনপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো সেই সাহসী ছাত্রনেতার প্রথম শাহাদাৎবার্ষিকীতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৬ জুলাই) কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের নিজ বাড়িতে যান ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে একদল নেতাকর্মী। তারা সেখানে শহীদ ওয়াসিমের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়াসিমের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ওয়াসিম আকরামের ‘চলে আসুন ষোল শহরে’ আহ্বান কেবল কোটা সংস্কার আন্দোলনের জন্য ছিল না। তার ডাক ছিল অবৈধ শাসনের অবসান ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের গণআন্দোলনের ধারাবাহিকতায় সেই ডাকে সাড়া দিয়ে তিনি শহীদ হন।

তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, জুলাই ও আগস্ট মাসে শহীদ হওয়াদের মধ্যে শহীদ আবু সাঈদ ও মুগ্ধর নাম পাঠ্যপুস্তকে স্থান পেলেও শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে ওয়াসিমের নাম এখনো অন্তর্ভুক্ত হয়নি। যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম জীবন দিয়েছেন, সেই বৈষম্য এখনো রয়ে গেছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির দাবি করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের মোট ১৪২ জন নেতাকর্মী বিভিন্ন আন্দোলনে শহীদ হয়েছেন। নাছির আরও বলেন, বিশেষ করে একটি গুপ্ত সংগঠন যারা এখন বিভিন্ন প্রোপাগান্ডায় উড়িত রয়েছে তারা জুলাই-আগস্টে আদৌ আন্দোলন করেছে কিনা জনমনে সন্দেহ আছে। এবং শহীদ ওয়াসিমকে ভিন্ন দৃষ্টিতে দেখার পেছনে সেই গুপ্ত সংগঠনের তৎপরতা থাকতে পারে বলে আমরা মনে করছি।

এই দিনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহিয়া, ছাত্রদলের সহসভাপতি আরিফুল ইসলাম, কাজী জিয়া উদ্দীন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বায়জিদ হোসাইন, মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদল ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।

এদিকে আজ বিকেল তিনটায় চট্টগ্রাম ২ নাম্বার গেইটস্থ বিপ্লব উদ্যানের দক্ষিন পাশের রাস্তা সংলগ্ন শপিং কমপ্লেক্স এর সামনের রাস্তায় শহীদ ওয়াসিমসহ সব শহীদের স্মরণে স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র পরিচালনা করবেন অরিজিৎ সিং 

নির্বাচনের বাইরে অন্য কোনো পথ গ্রহণযোগ্য নয় : মঈন খান

সারা দেশে আ.লীগ নিশ্চিহ্নের অভিযান চালাতে হবে : আবু হানিফ

গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

‘কেউ ঘর থেকে বের হবেন না’, গোপালগঞ্জবাসীকে আসিফ মাহমুদ

ভারতীয় নার্সকে ক্ষমা করবে না ইয়েমেনের ভুক্তভোগী পরিবার

২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ : ইনকিলাব মঞ্চ

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবা-ছেলের

সিরিয়ার সেনা সদর দপ্তরে ইসরায়েলের হামলা, বড় যুদ্ধের শঙ্কা

সিরিজ নির্ধারণী ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

১০

গোপালগঞ্জে সংঘর্ষে ৩ জন নিহত

১১

ছাত্রদের সামনে দাঁড়াতে পারি না, লজ্জা লাগে : ফয়েজ তৈয়্যব 

১২

গোপালগঞ্জের ঘটনায় ক্ষুব্ধ হান্নান মাসউদের হুঁশিয়ারি

১৩

গোপালগঞ্জে কারফিউ জারি

১৪

গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লেথাল ওয়েপন ব্যবহার হচ্ছে না : আইজিপি

১৫

র‌্যাঙ্কিংয়ে রিশাদের বড় লাফ

১৬

ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদ ইসলামের

১৭

গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা

১৮

বাংলাদেশ ব্যাংকে আবু সাঈদ দেয়াল কর্মসূচি পালন 

১৯

গোপালগঞ্জের ঘটনায় বরিশালের দুই স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২০
X