বিশিষ্ট লেখক, মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিকজাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে বরেণ্য এ রাজনীতিবিদকে দেখতে যান বিএনপি মহাসচিব। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।
তিনি জানান, বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর হাসপাতালে দেখতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি বদরুদ্দীনের পাশে বসে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে থেকে স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে দোয়া জানিয়েছেন।
মন্তব্য করুন